ফাইল চিত্র।
কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি)-এর পদ থেকে সোমবার ইস্তফা দিলেন ওয়াই জে দস্তুর। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে তিনি এত দিন কলকাতা হাই কোর্টে কর্মরত ছিলেন। ২০২০ সালের ৩০ জুন দস্তুরকে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে তাঁর মেয়াদ ছিল ৩ বছর। তবে মেয়াদ শেষের আগেই তিনি পদত্যাগ করেন।
সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজুজিকে চিঠি লিখে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন দস্তুর। কী কারণে তিনি কেন্দ্রের ওই পদটি ছেড়ে দিলেন, চিঠিতে তার উল্লেখ নেই। ঘটনাচক্রে, বীরভূমের বগটুইতে ভাদু শেখ খুনের তদন্তভার সিবিআই নেবে কি না, হাই কোর্টে প্রধান বিচারপতির এজলাসে তা নিয়ে ভিন্ন গত বৃহস্পতিবার সওয়াল শোনা যায় দস্তুর এবং কেন্দ্রের সহকারী সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্যের মধ্যে। যদিও পরে দু’জনে ঐকমত্য পোষণ করেন। ওই ঘটনার পরেই দস্তুরের পদত্যাগের খবর সামনে এল।