TMC

ফ ব-য় ‘ঘরে ফেরা’

মুসলিম লিগ থেকে আসা কর্মীদের বেশির ভাগই অবশ্য নতুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৫:২৩
Share:

হেমন্ত বসু ভবনে ফরওয়ার্ড ব্লকে যোগদানের অনুষ্ঠান

দলের অভ্যন্তরে ফরওয়ার্ড ব্লক ডাক দিয়েছিল ‘নেতা নয়, কর্মী ফেরাও’। পুরভোটের আগে কলকাতার ২৫, ৩৯, ৬২, ৭৮ ও ৭৯ নম্বর ওয়ার্ড থেকে ২৫১ জন কর্মী তৃণমূল এবং মুসলিম লিগ থেকে যোগ দিলেন ফ ব-য়। রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে রবিবার মুক্তার আলম, নরেশ চৌধুরী, তৌফিক প্রমুখের নেতৃত্বে যোগদানকারী কর্মীদের হাতে ফ ব-র পতাকা তুলে দেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজ আলম সৈরানি। এঁদের মধ্যে বেশ কিছু কর্মী দলের একাংশের সঙ্গে বিরোধের কারণে বছরদশেক আগে ফ ব ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। মুসলিম লিগ থেকে আসা কর্মীদের বেশির ভাগই অবশ্য নতুন। এই যোগদানের ফলে যুব সংগঠন যুব লিগ শক্তিশালী হবে বলে ফ ব নেতৃত্বের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement