মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।
দিনটা ভাল যায়নি মিচেল স্টার্কের। ভারতের প্রথম ইনিংসে ২৫ ওভার বল করে ৮৬ রান দিয়ে একটিও উইকেট পাননি তিনি। তার উপর বল করতে গিয়ে চোটও পেয়েছেন তিনি। চতুর্থ দিন কি বল করতে পারবেন স্টার্ক? এই প্রশ্নের জবাব দিলেন সতীর্থ স্কট বোলান্ড।
তৃতীয় দিন বল করার সময় দেখা যায়, পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্টার্ক। ওই অবস্থায় কয়েক ওভার বল করার পর দলের ফিজিয়ো নিক জোনস তাঁকে পরীক্ষা করেন। তার পরে সাজঘরে ফিরে যায় স্টার্ক। এই দৃশ্য দেখার পরেই স্টার্কের চোট নিয়ে জল্পনা শুরু হয়। যদিও পরে আবার মাঠে নেমে বল করেছেন তিনি।
স্টার্ক উইকেট না পেলেও তিন উইকেট নিয়েছেন বোলান্ড। সতীর্থকে নিয়ে খুব একটা চিন্তা করছেন না তিনি। বোলান্ড বলেন, “স্টার্কের চোট এমন কিছু গুরুতর নয়। ওর পিঠে টান ধরেছিল। তাই উঠে গিয়েছিল। পরে তো মাঠে নেমে আবার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বলও করল। চতুর্থ দিন বল করতেও স্টার্কের কোনও সমস্যা হবে না।”
এই প্রসঙ্গে স্টার্কের মানসিকতার প্রসঙ্গ টেনেছেন বোলান্ড। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আঙুলে চিড় ধরেছিল স্টার্কের। সেই অবস্থাতেই বল করেছিলেন তিনি। বোলান্ড বলেন, “আমরা ওর মানসিক শক্তির দিকটা ভুলে যাচ্ছি। কয়েক বছর আগে এই মেলবোর্নেই ভাঙা আঙুল নিয়ে বল করেছিল স্টার্ক। আমরা সকলেই ওকে বারণ করেছিলাম। কিন্তু ও শোনেনি। ওই অবস্থাতেই ও বলে সুইং করাচ্ছিল। ও এমন এক জন যে কষ্ট সহ্য করতে পারে। সেই কারণেই এত বছর ধরে ও টেস্ট খেলছে।”
বোলান্ডের কথা থেকে পরিষ্কার, চতুর্থ দিন বল করতে স্টার্কের বিশেষ সমস্যা হবে না। প্রথম ইনিংসে ভারতের ৯ উইকেট পড়ে গিয়েছে। যদি সকালে তাড়াতাড়ি ভারত অলআউট হয়ে যায় তা হলে বিশ্রাম পাবেন স্টার্ক। সে ক্ষেত্রে হয়তো পরবর্তীতে আর কোনও সমস্যা থাকবে না তাঁর।