খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিংহ ও উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহা। ফাইল চিত্র।
প্রয়াত তৃণমূল বিধায়কের ছবি দিয়ে ভোট প্রচার করে বিপাকে বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে, খড়দহ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে। বুধবার লক্ষ্মীপুজোর দিন খড়দহের প্রয়াত তৃণমূল বিধায়ক কাজল সিংহের ছবি দিয়ে ভোটের প্রচার সংক্রান্ত একটি পোস্ট করেন বিজেপি প্রার্থী জয় সাহা। ওই পোস্টে তিনি লেখেন, ‘প্রয়াত বিধায়ক শ্রী কাজল সিংহকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই প্রণাম। আমি এমন এক রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি যেখানে সব রাজনৈতিক দল ভোটের ময়দানে লড়াই করবে, তার পর মানুষের জন্য একসঙ্গে কাজ করবে।’
ঘটনাটি জানাজানি হতেই শোরগোল শুরু হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে। বিজেপি প্রার্থীর এমন পোস্টের কথা জানতে পারেন কাজলবাবুর স্ত্রী নন্দিতা সিংহও। বৃহস্পতিবার সকালেই তিনি খড়দহ থানায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আনন্দবাজার অনলাইনকে নন্দিতা বলেছেন, ‘‘এটা বিজেপি প্রার্থীর নোংরামি ছাড়া কিছুই নয়। বিজেপি দল তো এই ধরনের নোংরামি করে এসেছে। এখন আর নরেন্দ্র মোদীর নামে ভোট পাওয়া যাবে না। তাই আমার স্বামীর ছবি ব্যবহার করে খড়দহে ভোট পেতে চাইছে।’’
গত রবিবার খড়দহে প্রয়াত বিধায়কের বাড়িতে গিয়ে ভোট প্রচার করে আসেন বিজেপি প্রার্থী। নন্দিতার অনুমতি নিয়ে কাজলের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাও জানিয়ে আসেন। জয়কে আর্শীবাদও করেন নন্দিতা। আর তার পরেই বুধবার কাজলের ছবি দিয়ে পোস্ট করে বিতর্কে জড়ালেন তিনি। তবে নিজের পোস্টে কোনও ভুল দেখছেন না বিজেপি প্রার্থী। জয় বলেন, ‘‘কাজল সিংহ খড়দহের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত তৃণমূল বিধায়কের প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক সৌজন্য জানিয়েই পোস্ট করেছি। আমার মনে হয় না আমি কোনও ভুল কাজ করেছি।”