এই ঘরেই মেলে উজ্জ্বলের দেহ। নিজস্ব চিত্র
স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ই মার্চ মৃত্যু হয় ফরাক্কার ভবানীপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল রায়ের। এর পর গত ১৬ই মার্চ অর্থাৎ মঙ্গলবার ছেলেকে খুন করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উজ্জ্বলের মা বর্ণালি রায়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ফরাক্কা থানার পুলিশ উজ্জ্বলের স্ত্রী-কে গ্রেফতার করে।
বর্ণালির দাবি, ‘‘প্রায় ৭ মাস আগে উজ্জ্বলের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তার উপর নানা কারণে অত্যাচার চালাত পুত্রবধূ।’’ তাঁর বক্তব্য, ‘‘মাস খানেক আমি ভবানীপুরের বাড়িতে ছিলাম না। ছোট ছেলে জব্বলপুরে থাকে। সেখানে গিয়েছিলাম। সেই সুযোগ নিযেই বৌমা আমার বড় ছেলেকে খুন করেছে।’’ মৃতের ভাই উৎপলের দাবি, ‘‘বাড়িতে এসে দেখি, দাদার দেহ বাইরে গেটের বাইরে রাখা। দেহে নখের আঘাত। গলাতেও দাগ। তখনই মনে হয়েছিল, এটা স্বাভাবিক মৃত্যু নয়। বউদিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বক্তব্যেও অসঙ্গতি ধরা পড়ে। পাড়ার লোকজনের কাছে জানতে পারলাম, দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসকরা বলেন, ৫ থেকে ৬ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে। বিছানায় ধ্বস্তাধস্তির চিহ্ন। বালিশে রক্তের দাগ। ঘরে কেউ এসেছিল বলে মনে হচ্ছে।’’