তৃণমূলের ইস্তেহার প্রকাশের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিজস্ব চিত্র।
গত ১০ বছরে ১১০ শতাংশ কাজ করেছে তাঁর সরকার, এই দাবি করে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হল ইস্তাহারে।
চলতে থাকা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও বেশ কিছু নতুন প্রকল্পের প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে। রাজ্যের সব পরিবারকে বছরে ৬,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তফসিলিদের ক্ষেত্রে দেওয়া হবে ১২,০০০ টাকা।
ছাত্রছাত্রীদের জন্য ‘ক্রেডিট কার্ড’ দেওয়া হবে। কৃষকদের জন্য বাৎসরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। এ ছাড়াও শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, বিদ্যুৎ এবং পানীয় জলের ক্ষেত্রে বিশেষ প্রকল্পের কথা বলা হয়েছে।এক নজরে দেখে নিন ‘দিদির ১০ অঙ্গীকার’।
গ্রাফিক— শৌভিক দেবনাথ