Saline Controversy

এখনও ভেন্টিলেশনে মাম্পি, মিনারারা! এসএসকেএমে কেমন আছেন মেদিনীপুরের তিন প্রসূতি?

এসএসকেএমের সুপার পীযূষ কুমার রায় জানিয়েছেন, এখনই তিন প্রসূতির শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কামুক্ত হতে পারছেন না চিকিৎসকেরা। তিন জনকেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:২৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এখনও সঙ্কটজনক অবস্থা মেদিনীপুরের তিন প্রসূতির। কলকাতার এসএসকেএমে ভর্তি রয়েছেন তাঁরা। এদেঁর মধ্যে মাম্পি সিংহ এখনও ভেন্টিলেশনে রয়েছেন। অন্য দুই প্রসূতি মিনারা বিবি এবং নাসরিন খাতুনকে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে হচ্ছে।

Advertisement

রেখা সাউ, মামনি রুইদাস, মাম্পি, মিনারা ও নাসরিন— এই পাঁচ প্রসূতি গত বুধবার সন্তান জন্মের পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। অভিযোগ, স্যালাইন নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। শুক্রবার তাঁদের মধ্যে মামনির মৃত্যু হয়। এর পরেই স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে মাম্পি, মিনারা এবং নাসরিনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রথমে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁদের চিকিৎসা শুরু হলেও মঙ্গলবার সেই বোর্ডের সদস্যসংখ্যা বাড়িয়ে ১৩ করা হয়েছে। তাতেও এখনই তিন প্রসূতির শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কামুক্ত হতে পারছেন না চিকিৎসকেরা।

সূত্রের খবর, মাম্পি এবং নাসরিনের অবস্থা এখনও সঙ্কটজনক। দু’জনেরই কিডনিতে সংক্রমণ রয়েছে। ডায়ালিসিস করা হয়েছে তাঁদের। মাম্পি সিসিইউ-তে থাকলেও নাসরিনকে রাখা হয়েছে আইটিইউ-তে। এর মধ্যে আবার মঙ্গলবার মিনারার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। রক্তের প্লেটলেটও কমে যায়। তিনিও এসএসকেএমের সিসিইউ-তে ভর্তি রয়েছেন। এসএসকেএমের সুপার পীযূষ কুমার রায় জানিয়েছেন, তিন প্রসূতিকেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত চিকিৎসকদের প্রাথমিক লক্ষ্য প্রসূতিদের শরীরে সংক্রমণের মাত্রা কমানো। অন্য দিকে, মামনি এবং রেখার দুই সদ্যোজাতও মেদিনীপুর মেডিক্যালে ভর্তি। সেখানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখার সন্তানের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement