বৃষ্টির আশঙ্কায় ঢাকা হচ্ছে প্রতিমা। ফাইল চিত্র।
দেবীপক্ষের শুরুতে রোদ ঝলমলে আকাশ কলকাতায়। সকাল থেকেই চড়া রোদের দাপট শহরে। কিন্তু আশ্বিনের আকাশের এমন চেহারার কি ভোল পাল্টাবে? নীল আকাশে কালো মেঘের আচমকা হানায় পুজোর আগের শেষ রবিবারের কেনাকাটার আনন্দে জল ঢালতে পারে ‘অসুর’ বৃষ্টি। এমন পূর্বাভাসই জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার মহালয়ার দিন বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যার জেরে পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় কাঁটা হতে পারে বৃষ্টি। তবে স্বস্তি একটাই যে, আপাতত ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বস্তুত, গত ক’দিন ধরে সে ভাবে বৃষ্টি হয়নি কলকাতায়। যদিও শনিবার সন্ধ্যার পর বিক্ষিপ্ত ভাবে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।