কুড়মি সমাজের ট্রেন অবরোধ। — ফাইল চিত্র।
টানা পাঁচ দিনে ধরে চলা অচলাবস্থা কেটেও কাটল না। তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর কুড়মি সমাজের প্রধান আন্দোলন তোলার কথা ঘোষণা করলেও রেল অবরোধ ওঠেনি পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। ফলে রবিবারও একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে দক্ষিণ-পূর্ব রেলকে। যাত্রী ভোগান্তি এড়াতে বেশে কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করতে হয়েছে।
হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, কান্তবাজি-হাওড়া এক্সপ্রেস, হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেস, ধানবাদ এক্সপ্রেস, টাটানগর-আসানসোল এক্সপ্রেস, দানাপুর-টাটানগর এক্সপ্রেসকে ২৫ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।
এ ছাড়া বিক্ষোভের জেরে ২৫ সেপ্টেম্বর যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলি হল—
● পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা থেকে সংক্ষিপ্তভাবে চালানো হবে
● খড়্গপুর-রাঁচি-খড়্গপুর এক্সপ্রেস যাত্রা আদ্রা থেকে সংক্ষিপ্ত ভাবে শুরু হবে
● সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস যাত্রা আদ্রা থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত ভাবে শেষ হবে
● খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস আদ্রায় সংক্ষিপ্তভাবে শেষ হবে
● ভিল্লুপুরম-পুরুলিয়া এক্সপ্রেস যাত্রা ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে আদ্রায় সংক্ষিপ্তভাবে শেষ হবে
হাওড়া-আমদাবাদ এক্সপ্রেসকে ঘুর পথে নিয়ে যাওয়া হবে
২৫ তারিখ বাতিল মেমুর তালিকা—
● আদ্রা-বরকাকানা-আদ্রা মেমু
● আদ্রা-পুরুলিয়া-আদ্রা মেমু প্যাসেঞ্জার
● আসানসোল-রাঁচী-আসানসোল মেমু প্যাসেঞ্জার
● বোকারো স্টিল সিটি-আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার
● টাটানগর-আসানসোল মেমু স্পেশাল
● আদ্রা-বড়ভূম-আদ্রা মেমু স্পেশাল
● পুরুলিয়া-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার
● ধানবাদ-ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস
● খড়্গপুর-ঝাড়গ্রাম-খড়্গপুর মেমু স্পেশাল
● খড়্গপুর-ঝাড়গ্রাম-খড়্গপুর মেমু স্পেশাল
● খড়্গপুর-ঝাড়গ্রাম-খড়্গপুর মেমু স্পেশাল
● খড়্গপুর-টাটানগর-খড়্গপুর মেমু স্পেশাল
● খড়গপুর- টাটানগর-খড়্গপুর মেমু স্পেশাল
● ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস
● হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস
এ ছাড়া নিম্নলিখিত ট্রেনগুলি সংক্ষিপ্ত ভাবে চালানো হবে—
● আসানসোল-বরাভূম-আসানসোল বিশেষ যাত্রা শুরু ২৫ সেপ্টেম্বর সংক্ষিপ্ত ভাবে সমাপ্ত হবে
● আসানসোল-পুরুলিয়া-আসানসোলের বিশেষ যাত্রা ২৫ সেপ্টেম্বর শুরু হবে