Viral Video

জঙ্গলে ভয়ঙ্কর ‘যুদ্ধ’ সাদা সিংহ এবং বাঘের! থামাতে এল দ্বিতীয় বাঘ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি ফাঁকা জায়গায় ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে একটি বাঘ এবং সাদা সিংহের মধ্যে। লাফিয়ে-ঝাঁপিয়ে একে অপরকে আঁচড়ে-কামড়ে মারপিট শুরু করেছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৮:০২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ দুই মহাশক্তিধরের। সাদা সিংহ এবং বাঘের লড়াই থামাতে ময়দানে নামল অন্য একটি বাঘ। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ‘‘সাদা সিংহ এবং বাঘ— দুই ভয়ঙ্কর শিকারির যুদ্ধ।’’ সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি ফাঁকা জায়গায় ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে একটি বাঘ এবং সাদা সিংহের মধ্যে। লাফিয়ে-ঝাঁপিয়ে একে অপরকে আঁচড়ে-কামড়ে মারপিট শুরু করেছে তারা। কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। এমন সময় মধ্যস্থতাকারী হিসাবে এগিয়ে আসে অন্য একটি বাঘ। সঙ্গে সঙ্গে রণে ভঙ্গ দেয় সাদা সিংহ এবং বাঘটি। দু’জনে দু’পাশে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ৮ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ড_পোর্টাল_৭৭’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। বহু বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘সাদা সিংহ এবং বাঘের লড়াই দেখতে পাব জীবনেও কল্পনা করিনি। ভয়ঙ্কর হলেও সুন্দর।’’ অন্য এক নেটাগরিক আবার লিখেছেন, ‘‘আমার জীবনে দেখা অন্যতম সেরা মুহূর্ত। দেখে ভাল লাগল। কিন্তু যুদ্ধ আরও কিছু ক্ষণ চললে ভাল হত।’’ তবে নেটাগরিকদের একাংশের দাবি, সাদা যে প্রাণীটিকে দেখা গিয়েছে, সেটি আদৌও সিংহ নয়, সেটিও একটি বাঘ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement