Revenue

বেতনবৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ, আন্দোলনে শামিল রাজস্ব আধিকারিকরা

সোমবার রাজ্যের রাজস্ব দফতরের আধিকারিকদের সংগঠন সিটিডিওএ-র তরফে জমায়েত হয় বেলেঘাটায় বাণিজ্য কর দফতরের মূল কার্যালয়ের সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৩
Share:

বেলেঘাটায় মূল দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচি সিটিডিওএ-র নিজস্ব চিত্র

একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হলেন রাজ্যের রাজস্ব বিভাগের আধিকারিকরা। কলকাতা-সহ জেলায় প্রতিবাদ সভা করেন তাঁরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেন স্মারকলিপি।

Advertisement

সোমবার রাজ্যের রাজস্ব দফতরের আধিকারিকদের সংগঠন ‘কমার্শিয়াল ট্যাক্সেস ডিরেক্টরেট অফিসার অ্যাসোশিয়েশন’ (সিটিডিওএ)-এর তরফে জমায়েত হয় বেলেঘাটায় বাণিজ্য কর দফতরের মূল কার্যালয়ের সামনে। একই ছবি দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলার রাজস্ব দফতরগুলিতেও। ডব্লিউবিসিএস এ গ্রুপের আধিকারিকদের সমহারে বেতন এবং অন্যান্য সুবিধা-সহ মোট ১০ দফা দাবি তুলেছে সংগঠনটি। সংগঠনের সম্পাদক সপ্তর্ষিশঙ্কর রায়ের অভিযোগ, ‘‘ডব্লিউবিসিএস এগ্‌জিকিউটিভ অফিসারদের আলাদা স্কেল করার প্রস্তাব করা হয়েছে। অথচ আমরাও এ গ্রুপ অফিসার। কিন্তু এগজিকিউটিভদের মতো আমাদের বেতনবৃদ্ধি হয়নি। এর ফলে বৈষম্য বাড়ছে। রেভিনিউ অফিসাররা নিজেদের অবহেলিত মনে করছেন। ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে আসা ছেলেমেয়ের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এর জেরে ভবিষ্যতে সরকারের রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হবে।’’ বিভিন্ন দাবিদাওয়ার কথা জানিয়ে রাজ্যকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন সপ্তর্ষি।

সংগঠনের কোষাধ্যক্ষ শেখ আফতাউদ্দিন আহমেদ দাবি, ‘‘রাজ্যের খরচের ৬০ থেকে ৬৫ শতাংশ তুলে দেওয়া সত্ত্বেও, রাজস্ব আধিকারিকরা বেতন-সহ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা বাধ্য হয়েই প্রতিবাদের রাস্তায় হাঁটছি।’’ সোমবার সংগঠনের দাবিদাওয়া সংক্রান্ত স্মারকলিপি জমা দেওয়া হয় কমিশনারের কাছে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নেও স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন আফতাউদ্দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement