Mamata Banerjee

WB Municipal Election Result 2022: যত জিতব তত নম্র হতে হবে, মানুষকে জয় উৎসর্গ করছি, বললেন মমতা

উত্তরবঙ্গ সফরে রওনা দেওয়ার আগে তৃণমূল সভানেত্রী বলেন, ‘‘আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমার লক্ষ্য শিল্পায়ন এবং কর্মসংস্থান।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১১
Share:

ফাইল ছবি

তিন দিনের উত্তরবঙ্গ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে যাওয়ার আগে চার পুরসভায় তৃণমূলের বিপুল জয়কে জনগণকে উৎসর্গ করলেন দলের সভানেত্রী।

Advertisement

বিমানে ওঠার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই জয়ের জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। যত জিতব তত আমাদের নম্র হতে হবে। আগামী দিনে আমার লক্ষ্য শিল্পায়ন এবং কর্মসংস্থান। আমাদের সমস্ত সামাজিক প্রকল্প যাতে সুষ্ঠু ভাবে চলে সে দিকে খেয়াল রাখতে হবে।’’ এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘মঙ্গলবার থেকে রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, আসানসোল, কলকাতা পুরসভায় জিতেছি। আগামী দিনে আরও কয়েকটি পুরসভা নির্বাচন আছে।’’

প্রসঙ্গত তাঁর উত্তরবঙ্গ সফরের দিনেই শিলিগুড়ি পুরসভায় প্রথমবার একক ভাবে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। এই জয় নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, শিলিগুড়িতে এই জয় এসেছে রাজ্য সরকারের উন্নয়নের হাত ধরে। তাঁর কথায়, ‘‘শিলিগুড়িতে আজ কত উন্নয়ন হচ্ছে। শিলিগুড়ি থেকে ভুটান, নেপাল, বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। সেখানে রাস্তা, ফ্লাইওভার, ভোরের আলো এমন সব নানা প্রকল্প আমরা নিয়েছি।’’

Advertisement

উত্তরবঙ্গে গিয়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কোচবিহারেও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement