Coronavirus

পরিযায়ী শ্রমিক ফেরাতে কথা 

নবান্নের খবর, এ রাজ্যের দেড় লক্ষের বেশি শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন। অন্য দিকে আবার ভিন্‌ রাজ্যের ২ লাখ ৩০ হাজার শ্রমিক এ রাজ্যে আটকে আছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০১ মে ২০২০ ০৫:৫০
Share:

প্রতীকী ছবি

ভিন্‌ রাজ্যে আটকে পড়া এ রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা শুরু করেছে নবান্ন। যে সব রাজ্যে তুলনায় কম শ্রমিক আটকে আছেন, সেখান থেকে তাঁদের বাসে করে নিয়ে আসা হবে। কিন্তু মহারাষ্ট্র, কেরল, গুজরাত, দিল্লির মতো রাজ্যে বাংলার লক্ষাধিক শ্রমিক আটকে আছেন। সেখান থেকে ট্রেন ছাড়া তাঁদের ফেরানো সম্ভব নয় বলে মনে করছে নবান্ন। রাজ্যের তরফে দিল্লিকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নবান্নের খবর, এ রাজ্যের দেড় লক্ষের বেশি শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন। অন্য দিকে আবার ভিন্‌ রাজ্যের ২ লাখ ৩০ হাজার শ্রমিক এ রাজ্যে আটকে আছেন। এই অবস্থায় বিনিময় প্রথায় শ্রমিকদের ফেরাতে চাইছে রাজ্য।

নবান্নের এক কর্তা জানান, রাজস্থানের কোটা থেকে প্রায় ১০০টি বাসে তিন হাজার ছাত্রছাত্রী রাজ্যে আসছেন। বৃহস্পতিবার ইলাহাবাদ পর্যন্ত বাসগুলি চলে এসেছে। ওই পড়ুয়াদের প্রথমে শিলিগুড়ি, আসানসোল এবং দুর্গাপুরে আনা হবে। তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হবে। করোনার উপসর্গ থাকলে তাঁদের সরকারি কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে রাখা হবে। অন্যদের আপাতত বাড়িতেই থাকতে হবে।

Advertisement

আরও পড়ুন: ‘দাবি দিবস’

রাজস্থান থেকে পড়ুয়াদের আসা ১০০টি বাসে এ রাজ্যে আটকে পড়া প্রায় তিন হাজার রাজস্থানি শ্রমিক ফিরে যাবেন। একইভাবে ঝাড়খণ্ডও সেখানে আটকে পড়া প্রায় ২৫ হাজার বাঙালি শ্রমিককে বাসে করে এ রাজ্যে পৌঁছে দেবে। সেই সব বাসে এ রাজ্য থেকে প্রায় ২০ হাজার ঝাড়খণ্ডের শ্রমিক ফেরত যাবেন। এ রাজ্যে আটকে পড়া ভিন্‌ রাজ্যের শ্রমিকদের অধিকাংশের বাড়ি উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে। বাকি তিন রাজ্যের শ্রমিকদেরও এই পন্থায় ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। মুখ্যসচিব রাজীব সিংহ এ দিন বলেন, ‘‘ভিন্‌ রাজ্য থেকে শ্রমিকেরা আসবেন। কিন্তু সংক্রমণ যাতে ছড়িয়ে না-পড়ে তা-ও দেখতে হবে। সেই কারণে সতর্ক হয়ে, বিস্তারিত পরিকল্পনা করেই এঁদের ফেরানো হবে, বা অন্য রাজ্যে পাঠানো হবে।’’

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হাত খরচের জন্য হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল নবান্ন। ‘স্নেহের পরশ’ নামে সেই প্রকল্পে প্রায় ছ’লাখ আবেদন জমা পড়েছে বলে খবর। অনেকে বাংলায় থাকলেও টাকা পেতে আবেদন করেছেন। সেই আবেদন বাছাই করছে অর্থ দফতর।

আরও পড়ুন: করোনামুক্তির আগেই হাসপাতাল থেকে ছুটি তৃণমূল সাংসদের বাবার

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement