West Bengal Lockdown

সরকারি পদক্ষেপ জানতে চাইল কোর্ট

ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সরকারি খরচে ফিরিয়ে আনার দাবিও তুলেছে সিটু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২০ ০০:৫৮
Share:

—ফাইল চিত্র।

রেশনে অব্যবস্থা ও দুর্নীতির অভিযোগের প্রতিকার চেয়ে জনস্বার্থের মামলা করেছিল ডিওয়াইএফআই। সরকারি নির্দেশ সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের বেতন বা মজুরি না দেওয়া, ছাঁটাই করার অভিযোগে জনস্বার্থ মামলা করেছিল সিটুও। দুই সংগঠন জানাচ্ছে, দুই বিষয়েই কেন্দ্র ও রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ মে।

Advertisement

ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সরকারি খরচে ফিরিয়ে আনার দাবিও তুলেছে সিটু। সংগঠনের রাজ্য সম্পাদক অনাদি সাহুর বক্তব্য, ভিন্ রাজ্যে থাকা পাঁচ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকের তালিকা তাঁরা রাজ্যকে দিয়েছেন তবে কোনও সাড়া মেলেনি। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ও রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য, যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের জিআর থেকে এবং যাঁদের পুরনো রেশন কার্ড নেই, তাঁদের কুপনের মাধ্যমে রেশন দেওয়ার কথা বলেছে সরকার। কিন্তু এতে সাধারণ মানুষকে ‘হয়রানি ও দলবাজি’র শিকার হতে বলে আশঙ্কা করে সুষ্ঠু ও সরল প্রশাসনিক নিয়মের দাবি করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement