West Bengal Lockdown

লেখককে সাহায্য কংগ্রেসের

কুঁদঘাটে রবিবার সকালে স্বপনবাবুর সঙ্গে দেখা করে প্রদীপবাবুর পাঠানো সহায়তা পৌঁছে দিয়েছেন কংগ্রেস কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২০ ০১:২৪
Share:

স্বপন বিশ্বাসের কাছে পৌঁছল প্রদীপ ভট্টাচার্যের সাহায্য। —নিজস্ব চিত্র।

লকডাউনের মধ্যে বিপন্ন লেখক স্বপন বিশ্বাসের জন্য কিছু আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় সামগ্রী পাঠালেন রাজ্যসভার সাংসদ ও প্রদেশ কংগ্রেস সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য। কুঁদঘাটে রবিবার সকালে স্বপনবাবুর সঙ্গে দেখা করে প্রদীপবাবুর পাঠানো সহায়তা পৌঁছে দিয়েছেন কংগ্রেস কর্মীরা। বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির আয়োজন করেছিলেন কংগ্রেস নেতা তুলসী মুখোপাধ্যায় ও দলের দক্ষিণ কলকাতার নেতা-কর্মীদের একাংশ। তুলসীবাবু বলেন, ‘‘স্বপনবাবু গুণী, সৃষ্টিশীল মানুষ। কিন্তু ওঁর অবস্থা ভাল নয়। সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন জেনে আমরা সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছি। প্রদীপদা’ও সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement