বিরাট কোহলি। —ফাইল চিত্র।
ফর্মে নেই বিরাট কোহলি। বর্ডার-গাওস্কর সিরিজ়ের প্রথম টেস্টে শতরান ছাড়া কোনও ইনিংসে রান করতে পারেননি। বার বার একই ভাবে আউট হচ্ছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। তিনিই কি অস্ট্রেলিয়া সফরের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন? তাঁকে ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। যদিও ভারতীয় শিবির সূত্রে খবর অবসর নেওয়া কোনও পরিকল্পনা নেই কোহলির।
বেশ কিছু দিন ধরেই চেনা ফর্মে দেখা যাচ্ছে না কোহলিকে। কোথায় অফ স্টাম্প আছে, তা যেন বুঝতেই পারছেন না। পরের পর ম্যাচেই একই ভুল করেছেন। শোধরানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ভারতের প্রাক্তন অধিনায়কের মধ্যে। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে যথেষ্ট সাফল্য পেয়েছেন। আশা করা হয়েছিল, এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতেও রান পাবেন। কিন্তু সকলকে হতাশ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টে কোহলির সংগ্রহ ১৯০ রান। স্বভাবতই তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তিনিও কি দেশে ফিরে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ভারতীয় শিবির সূত্রে খবর, টেস্ট ক্রিকেট থেকে অবসরের কোনও পরিকল্পনা নেই কোহলির। ঘনিষ্ঠ মহলে অবসরের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কোহলি। উল্লেখ্য, শনিবার রোহিত শর্মাও অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছেন, ফর্মে না থাকায় দলের স্বার্থে শুধু সিডনি টেস্ট খেলছেন না।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, টানা ব্যর্থ হলেও অবসর নিয়ে ভাবছেন না তিনি। দেশের হয়ে অন্তত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। খেলবেন টেস্টও। অর্থাৎ আরও দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান কোহলি। তবে টানা ব্যর্থতার পর আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে তাঁর সুযোগ পাওয়া অনেকটাই নির্ভর করতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের উপর।
ভারত গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। এখন তিনি দেশের হয়ে টেস্ট এবং এক দিনের ক্রিকেট খেলেন। বেশ কিছু দিন ধরে ফর্মে না থাকায় তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে।