Ranji Trophy 2024

রঞ্জিতে নেই আকাশ দীপ, বিজয় হজারেতে অস্ত্র শামি

২৩ জানুয়ারি কল্যাণীতে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার। ৩০ জানুয়ারি বাংলার প্রতিপক্ষ পঞ্জাব। এই দু’টি ম্যাচেই আকাশকে পাচ্ছে না বাংলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৭:৫৯
Share:

নজরে: মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ভরসা শামি।  —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে কোমরে চোট পেয়েছিলেন আকাশ দীপ। সিডনিতে পঞ্চম টেস্টে তাঁকে ছাড়াই নেমেছে ভারতীয় দল। সূত্রের খবর, আগামী এক মাস বিশ্রাম নিতে হবে ভারতীয় পেসারকে। যার ফলে চাপে বাংলা দল। আসন্ন দু’টি রঞ্জি ট্রফি ম্যাচ তিনি খেলতে পারবেন না।

Advertisement

২৩ জানুয়ারি কল্যাণীতে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার। ৩০ জানুয়ারি বাংলার প্রতিপক্ষ পঞ্জাব। এই দু’টি ম্যাচেই আকাশকে পাচ্ছে না বাংলা। অনিশ্চিত শাহবাজ় আহমেদও। সম্প্রতি জার্মানিতে তাঁর অস্ত্রোপচার হয়েছে। ফিট হয়ে উঠতে সময় লাগবে।

রঞ্জি ট্রফির আগে যদিও বিজয় হজারে ট্রফি নিয়েই ভাবছে বাংলা। রবিবার ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে। বেঙ্কটেশ আয়ার, রজত পাটীদার-দের হারালেই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা। বিহারকে হারিয়েই নক-আউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল সুদীপ কুমার ঘরামিদের। তবে মধ্যপ্রদেশকে হারাতে পারলে শেষ আট নিয়ে আর চিন্তা করতে হবে না।

Advertisement

বেঙ্কটেশদের বিরুদ্ধে বাংলার অস্ত্র মহম্মদ শামিই। শেষ ম্যাচে বিহারের বিরুদ্ধে এক উইকেট নিলেও রান দেন মাত্র ২৮। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছিলেন, ধীরে ধীরে ছন্দে ফিরছেন ভারতীয় পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার লক্ষ্যে তিনি নিজেকে উজাড় করে দিচ্ছেন নেটে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তিনিই বাংলার সব চেয়ে বড় অস্ত্র। লক্ষ্মী বলছিলেন, ‘‘শামি ছন্দে ফিরছে। আজ সকলেই বিশ্রাম নিয়েছে। আগের দিন ম্যাচ খেলার পরে আজ আর অনুশীলন করাইনি। শামিকে অতিরিক্ত ধকল দিতেও চাই না। ও আমাদের দলের মূল পেসার। ও কী ভাবে ফিট থাকবে তা দেখার দায়িত্ব আমাদের।’’

চলতি মরসুমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দু’বার দেখা হয় বাংলার। রঞ্জি বেঙ্কটেশদের হারান শামি-রা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার বিরুদ্ধে জেতে তারা। এ বার বিজয় হজারে ট্রফিতে কী হয় সেটাই দেখার। লক্ষ্মী বলছিলেন, ‘‘জেতার জন্য সকলে মরিয়া। আশা করি, ইতিবাচক ফলই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement