ছবি: পিটিআই।
বাংলায় কাজ করতে এসে যে সব শ্রমিক লকডাউনের জন্য আটকে আছেন, তাঁদের ঝাড়খণ্ডে নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার। ওই শ্রমিকদের পরিবহণের খরচ দেবে এ রাজ্যের সরকারই। প্রতিবেশি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মর্মে কথা হয়েছে। নোডাল অফিসার নিয়োগ করে বাংলায় ফিরতে চাওয়া শ্রমিকদের জন্য নাম নথিভুক্তির ব্যবস্থা করেছে ওড়িশা সরকারও। অন্য দিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে চিঠি দিয়ে আবেদন করেছেন, অন্য রাজ্যে আটকে থাকা বাংলার এবং এ রাজ্যে থাকা ভিন্ রাজ্যের শ্রমিকদের তালিকা বা তথ্য তাঁদের দেওয়া হোক। কারণ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া তাঁরা দিতে চান। আবার মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এ দিন মুখ্যসচিবের কাছে ভিন্ রাজ্যে আটকে থাকা ২৩৭৮ জন শ্রমিকের প্রাথমিক তালিকা পাঠিয়েছেন। এঁরা মূলত কোচবিহার, মালদহ, হাওড়া ও নদিয়ার বাসিন্দা।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)