West Bengal

উচ্চ মাধ্যমিক স্কুলগুলির অনুমোদন নবীকরণের মেয়াদ বৃদ্ধি করল উচ্চ শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক স্কুলগুলির অনুমোদনের মেয়াদ বৃদ্ধির জন্য উচ্চ শিক্ষা সংসদ। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৩:২৭
Share:

সম্প্রতি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে তাদের অনুমোদন নবীকরণে নির্দেশ দিয়েছে সংসদ। এ বার সেই অনুমোদন নবীকরণের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল তারা। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ১৫ জুলাই পর্যন্ত করা যাবে এই নবীকরণের কাজ। ২০২০ সালের মার্চ মাসে করোনা সংক্রমণের পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছিল সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছর থেকে ফের দেশ-সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। তাই রাজ্য শিক্ষা দফতর আবারও সর্বস্তরের স্কুল প্রশাসনকে সক্রিয় করতে উদ্যোগী হয়েছে। সংক্রমনের সময়কালে বহু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তাঁদের অনুমোদন নবীকরণ করেনি। তাই চলতি বছর উচ্চ শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে জানায় তারা যেন দ্রুত নবীকরণের কাজ সেরে ফেলেন। ৩০ জুনের মধ্যে এই নবীকরণের কাজ করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়।

Advertisement

রাজ্যে বর্তমানে সাড়ে ছয় হাজারের বেশি সংসদ অনুমোদিত উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল রয়েছে। নবীকরণের সময়সীমা বেঁধে দেওয়ার পরেও এখনও এমন অনেক উচ্চ মাধ্যমিক স্কুলের হদিশ পেয়েছে সংসদ, যারা তাদের অনুমোদন নবীকরণের কাজ করেনি। তাই বুধবার আবারও বিজ্ঞপ্তি জারি করে সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোনও রকম বিলম্বিত জরিমানা ছাড়াই স্কুলের অনুমোদন নবীকরণ করা যাবে। উচ্চশিক্ষা সংসদের তরফে এই বিজ্ঞপ্তি জারি করেছেন সেক্রেটারি ইনচার্জ তাপস কুমার মুখোপাধ্যায়। শিক্ষা দফতর সূত্রে খবর, করোনাকালে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খুলতে বিশেষ ভাবে উদ্যোগ নিতে চায় রাজ্য শিক্ষা দফতর। তাই এখন আর কোনও কড়া পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র স্কুলগুলির অনুমোদন নবীকরণের জন্য ছাড় দেওয়া হয়েছে। তবে এই মেয়াদ বৃদ্ধির পরেও যদি কোনও সরকারি অনুমোদিত উচ্চ মাধ্যমিক শিক্ষাকেন্দ্র তাদের অনুমোদন নবীকরণ না করেন। সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ বা জরিমানার কথা মাথায় রেখেছে সংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement