Abhaya Plus

আত্মরক্ষার জন্য গ্রামে গ্রামে মেয়েদের ক্যারাটে শেখাবে রাজভবন, ভাইফোঁটায় নয়া উদ্যোগ ঘোষণা রাজ্যপালের

শুক্রবার রাজভবনে নতুন এই উদ্যোগের বিষয়ে ঘোষণা করেন রাজ্যপাল। উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘অভয়া প্লাস’। এই উদ্যোগে মেয়েদের কলারিপায়াট্টু এবং ক্যারাটের মিশ্রণে তৈরি ‘কলা-টে’ নামে এক নতুন আত্মরক্ষার কৌশল শেখানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা ও বারাসত শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২২:৩৯
Share:

বারাসতে ভাইফোঁটার অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস। —নিজস্ব চিত্র।

ভাইফোঁটায় রাজ্যের ‘বোন’দের জন্য নয়া উদ্যোগ রাজভবনের। এ বার থেকে গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের শেখানো হবে আত্মরক্ষার নানা কৌশল। শনিবার বিকেলে বারাসতে ভাইফোঁটার এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement

শুক্রবারই রাজভবনে মেয়েদের আত্মরক্ষার পাঠ দেওয়ার নতুন এই উদ্যোগটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজ্যপাল। উদ্যোগটির নাম দেওয়া হয় ‘অভয়া প্লাস’। জানানো হয়, ‘আপনা ভারত, জাগতা বেঙ্গল’ প্রকল্পের অধীনে মেয়েদের জন্য শীঘ্রই শুরু হতে চলেছে এই প্রশিক্ষণ। এর পর শনিবার বিকেলে বারাসতের রথতলায় বিবেকানন্দ সেবা ট্রাস্টের আয়োজিত ‘গণ ভাইফোঁটা’ অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল ঘোষণা করেন, শুধু শহরে নয়, শীঘ্রই গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়তে চলেছে ‘অভয়া প্লাস’।

শনিবারও ভাইফোঁটার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মহিলা সুরক্ষা নিয়ে সরাসরি রাজ্যকে বিঁধেছেন রাজ্যপাল। শুরুতেই রাজ্যপাল আনন্দ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মহিলারা কেউ সুরক্ষিত নন।’’ এর পরেই রাজ্যের মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানের শেষে উপস্থিত বোনেদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর তাদের চকলেটও উপহার দেন রাজ্যপাল।

Advertisement

এর পরেই শনিবার রাতে রাজভবনের মিডিয়া সেলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যপালের ঘোষণা অনুযায়ী শীঘ্রই গ্রাম ও মফস্বলেও ছড়িয়ে পড়তে চলেছে ‘অভয়া প্লাস’। নয়া এই উদ্যোগে মেয়েদের শেখানো হবে আত্মরক্ষার নানা কৌশল। ক্যারাটের পাশাপাশি শেখানো হবে কেরলের ঐতিহ্যবাহী প্রাচীন মার্শাল আর্ট ‘কলারিপায়াট্টু’। কলারিপায়াট্টু এবং ক্যারাটের সংমিশ্রণে তৈরি এই নতুন আত্মরক্ষার কৌশলের নাম দেওয়া হয়েছে ‘কলা-টে’। শুধু আত্মরক্ষাই নয়, বরং মেয়েদের শরীর ও মন সুস্থ রাখতেও সাহায্য করবে নিয়মিত ‘কলা-টে’ চর্চা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement