— প্রতিনিধিত্বমূলক ছবি।
রেললাইন থেকে আবর্জনা সরাচ্ছিলেন। সেই সময়েই দূরপাল্লার ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন চার সাফাইকর্মী। কেরলের পালাক্কড়ে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার দুপুরে কেরলের পালাক্কড় জেলায় শোরানুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। দুপুর ৩টে নাগাদ স্টেশনের অদূরেই শোরানুর রেলসেতুর কাছে লাইন থেকে আবর্জনা পরিষ্কার করছিলেন চার জন সাফাইকর্মী। তখনই দ্রুতগতিতে ছুটে আসা তিরুঅনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন চার জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চতুর্থ শ্রমিকের দেহ এখনও পাওয়া যায়নি। পুলিশের অনুমান, সম্ভবত ধাক্কার অভিঘাতে রেলব্রিজ থেকে নীচে ভরতপুরা নদীতে ছিটকে পড়েছেন ওই সাফাইকর্মী। শোরানুর রেল পুলিশের এক কর্তা জানিয়েছেন, সম্ভবত ওই সাফাইকর্মীরা দ্রুতগতিতে আসা ট্রেনটি দেখতে পাননি। তার জেরেই এই দুর্ঘটনা। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। চতুর্থ কর্মীর দেহ খুঁজতে শুরু হয়েছে উদ্ধার অভিযান।