খড়দহ থানার আইসি বদলি

জামিন পাওয়ার পরে সন্ময়বাবু অভিযোগ করেন, খড়দহ থানায় তাঁকে হেনস্থা করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০৪:২০
Share:

ছবি: সংগৃহীত।

খড়দহ থানার আইসি অনিমেষ সিংহ রায়কে বদলি করল রাজ্য সরকার। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল খড়দহ থানার পুলিশ। পরে তাঁকে পুরুলিয়ায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

জামিন পাওয়ার পরে সন্ময়বাবু অভিযোগ করেন, খড়দহ থানায় তাঁকে হেনস্থা করা হয়েছিল। শুধু পাজামা পরা অবস্থায় তাঁকে দীর্ঘক্ষণ চেয়ারে বসিয়ে রাখা হয়। ঘুষি মারা হয় পিঠে। জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। সন্ময়বাবুর অভিযোগের জেরে বিতর্ক দানা বাঁধে। রাস্তায় নামে নাগরিক সমাজ। আর তার পরেই এই বদলি।

অনিমেষকে হাওড়া পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর হিসেবে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় খড়দহ থানার আইসি হয়ে আসছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর সুজিত ভট্টাচার্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement