প্রতীকী ছবি
তৃতীয় লিঙ্গের মানুষদের জন্যও টিকাকরণের ব্যবস্থা করল রাজ্য সরকার। কলকাতা পুরনিগমের ৯৬ টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিড শিল্ডের প্রথম টিকা দেওয়া হবে তাঁদের। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টিকাকরণ। এক্ষেত্রে তৃতীয় লিঙ্গের কোনও প্রমাণপত্র লাগবে না। তবে আগামী সপ্তাহের বুধবারের মধ্যে নিজের নাম, বয়স, পরিচয় পত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সমস্ত ধরনের পরিবহন কর্মী, হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, মাছ বিক্রেতাদের ছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষদের কোভিডের প্রথম টিকা দেওয়া হবে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে প্রথম টিকা নেওয়ার ৮৪ দিন পরে দ্বিতীয় টিকা দেওয়া হবে। সেই অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্র গুলিতে সোমবার করে দেওয়া হবে দ্বিতীয় টিকা। ৪৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের পাশাপাশি ১৮-৪৪ বছরের মানুষদেরও টিকা দেওয়া হচ্ছে। তবে সেই টিকা প্রথম দিকে কম আসায় সমস্যা হলেও এখন প্রায় ২ লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছানোয় কিছুটা স্বস্তি পেয়েছে স্বাস্থ্য দফতর।