Khela Hobe Diwas

রাজ্য জুড়ে পালিত ‘খেলা হবে’ দিবস, দিনের শেষে অংশ নেওয়া সংগঠন, ক্লাবকে অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে পালিত হয় ‘খেলা হবে’ দিবস। রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৭টি পুরসভা, ২৩টি জেলা সদর ও জিটিএ এলাকায় নানা অনুষ্ঠান হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ২০:৩৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

বেশ কয়েক বছর ধরেই ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস পালন করে রাজ্য সরকার। এই দিনেই কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ইডেন গার্ডেন্স। ১৯৮০ সালের সেই ঘটনার পরে এই দিনটিকে ‘ফুটবলপ্রেমী’ দিবস হিসাবে পালন করা হত। সেই দিনটিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ দিবস হিসাবে ঘোষণা করে। যে দিনে রাজ্যের বিভিন্ন ক্লাব ও সংগঠন বিভিন্ন রকম ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে।

Advertisement

এ বারও রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে পালিত হয় ‘খেলা হবে’ দিবস। রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৭টি পুরসভা, ২৩টি জেলা সদর ও জিটিএ এলাকায় নানা অনুষ্ঠান হয়। দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা পুর এলাকার ১৪৪টি ওয়ার্ডেও পালিত হয়। এ ছাড়াও আইএফএ অনুমোদিত ১৭৬টি ক্লাবে ‘খেলা হবে’ দিবস পালন করা হয়। সব সংগঠন এবং ক্লাবকেই অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‘সব ধরনের খেলার উন্নতির স্বার্থে সরকার সর্বতো ভাবে পাশে আছে। তাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আটটি অ্যাকাডেমি রাজ্য জুড়ে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে খেলাধুলোর ক্ষেত্রে সর্বত্র বাংলা ও দেশের মুখ উজ্জ্বল করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement