BJP

বিজেপির মিছিলে বোমা বন্দুক নিয়ে হামলার অভিযোগে উত্তাল খেজুরি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খেজুরি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৪:১৪
Share:

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ,  এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ রসুলপুরে তাঁদের বাইক মিছিলে ব্যাপক হামলা চালানো হয়। নিজস্ব চিত্র

মঙ্গলবার সকালে বিজেপির বাইক র‍্যালিতে বোমা বন্দুক নিয়ে হামলার ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার রসুলপুর এলাকা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ রসুলপুরে তাঁদের বাইক মিছিলে ব্যাপক হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বহু মোটর বাইক । অভিযোগ, বেশকিছু বাইক তুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এ ছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মী নিখোঁজ বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

খেজুরি-২ দক্ষিণ মণ্ডলের বিজেপি সভাপতি উদয়শংকর মাইতি জানিয়েছেন, আজ সকালে তাঁরা খেজুরির নীচকসবা অঞ্চলের বোগা মোড়ে পতাকা উত্তোলন করেন। তারপর তাঁরা চলে যান রসুলপুরে। সেখানে গিয়ে পতাকা উত্তোলন করে ফেরার সময়ই বাইক মিছিলের ওপর হামলা চালানো হয়। ব্যাপক হারে বোমাবাজির পাশাপাশি গুলি চালানো হয়েছে বলেও তাঁর অভিযোগ।

Advertisement

হামলাকারীরা বিজেপির মিছিলে থাকা চারজন ছেলেকে তুলে নিয়ে গিয়েছে বলেও দাবি তাঁর। এরই পাশাপাশি একাধিক মোটর বাইক তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গোটা ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব পুলিশে অভিযোগ জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে খেজুরি থানার পুলিশ আসে। তবে নিখোঁজ সমর্থকদের পাশাপাশি বাইকগুলিও দ্রুত উদ্ধার না হলে বিজেপির তরফে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘বহিরাগত’ নয়, প্রার্থী করা হোক স্থানীয়দের, বালিতে পোস্টার, নিশানায় বৈশালী ডালমিয়া?

খেজুরি থানা সূত্রে জানা গেছে, পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তৃণমূলের তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

‘পরিস্থিতি উদ্বেগের’, ভারতে কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য কানাডা প্রধানমন্ত্রী ট্রুডোর​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement