Anubrata Mandal

পিকে বেশি বলেছেন, চল্লিশের কোটাও পেরোবে না বিজেপি, দাবি অনুব্রতর

যতই হম্বিতম্বি করুক না কেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি-র আসনসংখ্যা দুই অঙ্ক ছাড়াবে না বলে এর আগে মন্তব্য করেছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৯:৫৩
Share:

মঙ্গলবার দুবরাজপুরে অনুব্রত। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

দলে একের পর এক ভাঙন। কিন্তু তাঁর আত্মবিশ্বাসে যে এতটুকুও ফাটল ধরেনি তা ফের বুঝিয়ে দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দলের আসনসংখ্যা যা-ই হোক না কেন, বিজেপি ৪০-এর কোটা কোনওমতেই পেরোতে পারবে না বলে ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে অমিত শাহের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

Advertisement

যতই হম্বিতম্বি করুক না কেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি-র আসনসংখ্যা দুই অঙ্ক ছাড়াবে না বলে এর আগে মন্তব্য করেছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। তা নিয়ে গেরুয়া শিবিরে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে বিজেপি-র নির্বাচনী ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে সেই প্রশান্তকেও ছাপিয়ে গেলেন অনুব্রত। মঙ্গলবার তিনি বলেন, ‘‘পিকে তো অনেক বেশি বলেছেন। আমি বলছি, বিজেপি-র আসনসংখ্যা ৪০-ও পেরোবে না।’’

আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন। সেই মিছিলে আড়াই লাখ লোক হবে এবং ১ হাজার বাউলকে পথে নামাবেন বলে আগেই জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু অমিত শাহের রুটেই কেন তৃণমূল মিছিল করবে? জবাবে অনুব্রত বলেন, ‘‘এটা ওঁর ঘর নাকি? ঘর তো আমার। আমার ঘরে আমিই কাজ করব। ঘর তো আমারই তৈরি!’’

Advertisement

আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে গরহাজির রাজীব, পাল্টা ‘কঠোর’ হওয়ার সঙ্কেত দলের​

আরও পড়ুন: সায়ন্তনকে দলের শো-কজ, বার্তা কি দেওয়া একইসঙ্গে দিলীপ-বাবুলকেও​

এর আগে যদিও অনুব্রত চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহের উদ্দেশে। তাঁর দাবি, বীরভূমের কোনও মহকুমায় অমিত যে সময়ে সভা করবেন সেই একই সময়ে করা মমতার সভায় অনেক বেশি লোক হবে। তাঁর কথায়, ‘‘বোলপুরে আড়াই লাখ মানুষ হবে। সিউড়িতে আড়াই লাখ হবে। আর রামপুরহাটে তিন লাখ। তা করে দেখাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement