weather

Weather in West Bengal: পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি এড়িয়ে কমল তাপমাত্রা, কনকনে শীতের আমেজ পেতে আরও দু’দিন

দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৮:১২
Share:

ফাইল ছবি

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই শহরে ফিরেছে শীত। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে শনিবার থেকেই আকাশ পরিষ্কার হয়েছে। রাতে তাপমাত্রা খানিকটা হলেও নেমেছে। রবিবার সকালে হাড়কাঁপানো শীত না থাকলেও ঠান্ডা হাওয়া বইতে দেখা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিমী বায়ু আটকে থাকছে। এর ফলে জাঁকিয়ে শীত পড়ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

দক্ষিণবঙ্গে বৃষ্টি আশঙ্কা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ভোর থেকেই কলকাতার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। হাওয়া অফিস জানিয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।

তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী কয়েক দিন কনকনে শীতের আমেজ থেকে বঞ্চিত হবে বাংলা। তবে সোমবারের পর থেকে আবার আবহওয়া স্বাভাবিক হতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও এই তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement