সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সিকিম বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, হোস্টেল অ্যাটেনডেন্ট, কিচেন অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১৭টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে সব পদে। প্রতিটি পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা নির্ধারণ করা রয়েছে বিজ্ঞপ্তিতে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ১৮ জানুয়ারি ’২৫ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। একইসঙ্গে আবেদনমূল্যও জমা দিতে হবে।
এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।