আজ, সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জোড়া ম্যাচ রয়েছে। প্রথমটি বিকেল সাড়ে ৩টেয় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এর আগে প্রথম ম্যাচে নেমে বিপক্ষের কাছে দু'টি দলই হেরে যায়। ফলে আজ দু'দলই জিততে মরিয়া। এ ছাড়া অন্য খেলাটি রয়েছে সন্ধে সাড়ে ৭টায়। আফগানিস্তানের বিরুদ্ধে স্কটল্যান্ডের।
দুর্গাপুজোর পর থেকেই রাজ্য জু়ড়ে দ্রুত গতিতে ছ়ড়াচ্ছে করোনার সংক্রমণ। মাত্র ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হাজারের কাছে পৌঁছেছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়। এ শহরে আরও ২৭০-এর বেশি বাসিন্দার দেহে সংক্রমণ ছড়িয়েছে। স্বস্তি দিচ্ছে না দক্ষিণবঙ্গের পরিসংখ্যানও। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি বা নদিয়ার মতো জেলার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিঙেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। কোভিডে মৃতের সংখ্যা আগের দিনের মতো ফের দু’অঙ্কের ঘরেই রয়েছে। তবে এক দিনে ১২ লক্ষাধিক টিকাকরণ হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। শনিবারের বুলেটিনে এই সংখ্যাটি ছিল ৯৭৪। গোটা রাজ্যের মধ্যে কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা ২৭৩। প্রসঙ্গত, বুধবার থেকে প্রতি দিনই এ শহরের দৈনিক সংক্রমণ ২০০-র গণ্ডি পার করেছে। ফলে সপ্তাহের শুরুতে আজ নজর করোনা সংক্রমণের দিকে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এর আগে পর পর দু'দিন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দিয়েছেন অনন্যা পাণ্ডে। তাঁর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান খানের যোগ রয়েছে মনে করছেন তদন্তকারীরা। ফলে অনন্যাকে জেরার জন্য ফের আজ ডাকা হয়েছে। তিনি এনসিবি দফতরে যান কি না আজ সে দিকে নজর থাকবে।
এ ছাড়া আজ নজর থাকবে উপনির্বাচনের প্রচার, আবহাওয়া ও গড়িয়াহাট জোড়া খুন ঘটনার গতিপ্রকৃতি দিকে। উপনির্বাচনের প্রচার আগেই শুরু করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর দিনহাটায় সভা করার কথা। দুপুর ১টা নাগাদ ওই সভাটি হতে পারে।