Weather Update

Weather report: Weather report: শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, নামতে পারে ধস, জানাল হাওয়া অফিস

মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নদীতে জলস্ফীতি ও ধসের আশঙ্কা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৫:৪৩
Share:

নিজস্ব চিত্র।

বিকেলে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। কিন্তু নিস্তার নেই হাঁসফাঁস গরম থেকে। অন্য দিকে, রাজ্যের উত্তরাংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টিতে নদীতে জলস্ফীতি দেখা দিতে পারে। নামতে পারে ধস।

Advertisement

একই রাজ্যে আবহাওয়ার সম্পূর্ণ ভিন্ন দুই দশা। উত্তরে যেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, সেখানে দক্ষিণে হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত মানুষের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠতে পারে উত্তরের নদীগুলি। ফলে বন্যার আশঙ্কা থাকছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ধস নেমে বিপর্যস্ত হতে পারে জনজীবন।

দক্ষিণবঙ্গে না পৌঁছলেও ইতিমধ্যেই মৌসুমি বায়ু ঢুকে পড়ে খেল দেখাতে শুরু করেছে উত্তরবঙ্গে। নদীর জল বাড়ছে। তার মধ্যেই মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement