Weather

শ্রাবণের ঘাটতি ভাদ্রে মিটবে কি

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৬:১৩
Share:

ফাইল চিত্র।

একটি নিম্নচাপ বিদায় নিতে না-নিতেই ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরীয় এলাকায়। সোমবার মৌসম ভবন এই খবর জানিয়ে বলেছে, আগামিকাল, বুধবার নিম্নচাপটি জন্ম নেওয়ার পরে নিজের শক্তিবৃদ্ধি করবে এবং তার জেরে গাঙ্গেয় বঙ্গ, ওড়িশা-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি মিলবে।

Advertisement

এ বছর জুলাই মাস থেকেই গাঙ্গেয় বঙ্গে তেমন একটানা জোরালো বৃষ্টি হয়নি। আবহবিদেরা জানান, জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়নি। অগস্টে পরপর কয়েকটি নিম্নচাপ হলেও তার দাক্ষিণ্য সে ভাবে পায়নি দক্ষিণবঙ্গ। বরং জুলাই মাসজুড়ে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে থিতু থাকায় উত্তরবঙ্গের মূলত তরাই এলাকা এবং পাহাড়ে অতিবৃষ্টি হয়েছে। তবে নতুন নিম্নচাপটি সেই আক্ষেপ কিছুটা হলেও দূর করবে বলে মনে করছেন অনেকে।

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। ক্যালেন্ডার বলছে, শ্রাবণ শেষ। এ দিন থেকে শুরু হয়েছে ভাদ্র। মৌসম ভবনের ক্যালেন্ডারে ভরা বর্ষা হলেও বাংলা ক্যালেন্ডারে বর্ষা ‘শেষ’। আবহাওয়া দফতরের খাতায় রাজ্যে সার্বিক বর্ষা স্বাভাবিক হলেও শ্রাবণ মাসের শেষে গাঙ্গেয় বঙ্গে ঘাটতিই বেশি। উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে দুই মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে এ দিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। ও দু’-এক পশলা বৃষ্টিও মিলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement