State News

ঝোড়ো হাওয়ার সঙ্গে এ বার বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলি

উত্তরের পাঁচ জেলা ছাড়াও, মালদহেও বৃষ্টি হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২০ ১৫:৩৩
Share:

বৃষ্টি হতে পারে উত্তরের জেলায়। —ফাইল চিত্র।

নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে আগামী কয়েক দিন বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলি। দক্ষিণ-পশ্চিমী বায়ুর প্রভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুই দিনাজপুরে বৃষ্টি চলবে। হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারের আশেপাশে। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

Advertisement

গত বুধবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন) মূলত তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গেই। ওই সময় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি উত্তরের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে এখন বৃষ্টি হবে না। দুই ২৪ পরগনায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। অন্য দিকে উত্তরের পাঁচ জেলা ছাড়াও, মালদহেও বৃষ্টি হতে পারে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরের জেলাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরের নতুন কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও নেই।”

Advertisement

আরও পড়ুন: খুঁটি ধরে দু’ঘণ্টা ঠায় দাঁড়িয়ে ছিলেন পুণ্যলক্ষ্মী

আরও পড়ুন: ‘কবে পাব আলো-জল’, দক্ষিণ কলকাতার বহু এলাকা এখনও বিদ্যুৎহীন

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা বাড়েনি। রোদ্দুরের তেজও কম। সঙ্গে হাওয়াও বইছে। আগামী কয়েক দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement