শ্রমমন্ত্রী মলয় ঘটক। ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের দু’হাজারের বেশি কর্মীর পেনশন এবং শ্রমিক সমবায়ের টাকা আদায়ের দাবিতে পথে নামল এআইসিসিটিইউ। বেঙ্গল চেম্বার অফ কর্মাসের সামনে বুধবার বিক্ষোভ-সভা করে তাদের দাবি, নিয়োগে চুক্তিপ্রথা বাতিল করে ওড়িশা সরকারের মতো কর্মীদের স্থায়ী করতে হবে এবং ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করার পাশাপাশি ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করতে হবে। সভা থেকে দিবাকর ভট্টাচার্য, নবেন্দু দাশগুপ্ত, মধুসূদন চক্রবর্তী, পার্থসারথি দাস, সিটিসি ইউনিয়নের আয়ুব আলি সর্দারেরা শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে দাবি জানাতে গিয়েছিলেন। এআইসিসিটিইউ নেতৃত্বের দাবি, শ্রমমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, কর্মীদের পেনশন, সমবায়ের টাকা মেটানো এবং ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করার চেষ্টা করবে সরকার।