কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র।
উচ্চ প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের মেধাতালিকা নিয়ে অভিযোগের জবাব দিতে হাই কোর্টের আরও ৩ মাস সময় চাইল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বৃহস্পতিবার হাই কোর্টে এই আবেদন জানিয়ে কমিশনের দাবি, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬,৫৯৭ অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে।
কমিশনের তরফে কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে জানানো হয়েছে, এ পর্যন্ত ২৫ হাজারেরও বেশি অনিয়মের অভিযোগ তাদের কাছে এসেছে। বকেয়া ১৮ হাজার অভিযোগের নিষ্পত্তি করতে অন্তত ৩ মাস সময় চাই।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে দিয়ে বকেয়া অভিযোগগুলির নিষ্পত্তি করার জন্য বিচারপতি তালুকদারের বেঞ্চে বাড়তি ৩ মাস সময় চেয়েছে কমিশন। আগামী সপ্তাহে ওই আবেদনের শুনানির সম্ভাবনা। শিক্ষা সংক্রান্ত মামলার অনেক কৌঁসুলির মতে, যথাসময়ে সব অভিযোগের নিষ্পত্তি না-হলে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়তে পারেন এবং তাঁরা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হতে পারেন।