সন্দেশখালির নিহতের পরিবারদের ক্ষতিপূরণ

এ দিন সরকারের তরফে টাকা তুলে দেওয়া হয় কায়ুমের বাবা লিয়াকত আলি, সুকান্তের মা কিনু মণ্ডল এবং প্রদীপের স্ত্রী পদ্মার হাতে।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০২:১৬
Share:

ফাইল চিত্র।

সন্দেশখালি-হিংসার ঘটনায় নিহত ৩ জনের পরিবারের হাতে টাকা তুলে দিল রাজ্য সরকার। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে আড়াই লক্ষ টাকা। দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে ওই ঘটনায় গুলি চলেছিল ভাঙিপাড়া গ্রামে। নিহত হয়েছিলেন তৃণমূলকর্মী কায়ুম মোল্লা, বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল এবং প্রদীপ মণ্ডল। এ দিন সরকারের তরফে টাকা তুলে দেওয়া হয় কায়ুমের বাবা লিয়াকত আলি, সুকান্তের মা কিনু মণ্ডল এবং প্রদীপের স্ত্রী পদ্মার হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement