টেকনিশিয়ান্স স্টুডিওর জন্য পর্ষদ গড়ছে রাজ্য

বিধানসভার চলতি অধিবেশনে ‘দ্য টেকনিশিয়ান্স স্টুডিয়ো প্রাইভেট লিমিটেড (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯’ নামে একটি বিল আনা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০২:২৫
Share:

টেকনিশিয়ান্স স্টুডিয়োতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ পোক্ত করতে একটি পর্ষদ গড়া হচ্ছে। যে পর্ষদের মাথায় চেয়ারম্যান পদে থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর নিযুক্ত অন্য কোনও মন্ত্রী। ওই পর্ষদের ভাইস চেয়ারম্যানকেও নিয়োগ করবে রাজ্য সরকার। পাশাপাশি, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব, অর্থ দফতরের সচিব, চলচ্চিত্র, তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা এবং যুগ্ম সচিব পদাধিকার বলে ওই পর্ষদের সদস্য হবেন। পদমর্যাদায় তথ্য ও সংস্কৃতি দফতরের যুগ্ম সচিবের নীচে নন, এমন আরও এক আধিকারিককে ওই পর্ষদের সদস্য করা হবে। রাজ্য সরকারের মনোনীত আরও তিন জন ওই পর্ষদের সদস্য হবেন।

Advertisement

বিধানসভার চলতি অধিবেশনে ‘দ্য টেকনিশিয়ান্স স্টুডিয়ো প্রাইভেট লিমিটেড (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯’ নামে একটি বিল আনা হচ্ছে। সেখানেই বলা হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফর টেকনিশিয়ান্স স্টুডিও’ নামে একটি পর্ষদ গড়া হবে। যা ওই স্টুডিওর কাজকর্ম দেখভাল এবং নিয়ন্ত্রণ করবে। প্রসঙ্গত, এক কালে বেসরকারি হাতে থাকা ওই স্টুডিও রুগ্ণ হয়ে পড়লে ১৯৮০ সালে রাজ্য সরকার তা অধিগ্রহণ করে। ওই স্টুডিয়োর সংস্কার করে ২০১৪ সালে নব কলেবরে তা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement