Howrah Water Crisis

পাইপলাইন ফেটে দেড় দিন নির্জলা হাওড়ার বিস্তীর্ণ এলাকা, ১৫টি জলের গাড়ি পাঠাল কলকাতা পুরসভা

বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে পাইপলাইন ফেটে নির্জলা হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে আপাতত পানীয় জলের গাড়ি পাঠাচ্ছে কলকাতা পুরসভা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৫:৪৪
Share:
জলের পাইপলাইন ফেটে গিয়েছে হাওড়ায়।

জলের পাইপলাইন ফেটে গিয়েছে হাওড়ায়। —নিজস্ব চিত্র।

বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে পাইপলাইন ফেটে দেড় দিন নির্জলা হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে আপাতত জলের গাড়ি পাঠাচ্ছে কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভার ১৫টি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে সেখানে। প্রশাসনিক সূত্রে দাবি, যত দিন না হাওড়ায় পানীয় জলের সঙ্কট মিটছে, তত দিন কলকাতা পুরসভা থেকে জলের গাড়ি পাঠানো হবে।

Advertisement

পদ্মপুকুর জলপ্রকল্পের মূল পাইপলাইনটি গিয়েছে বেলগাছিয়া মোড় থেকে এফ রোড হয়ে, বেলগাছিয়া ভাগাড়ের পাশ দিয়ে। আবার সেটির পাশ দিয়েই গিয়েছে উত্তর হাওড়ার মূল নিকাশি নালা। আর তাতেই হয়েছে বিপত্তি। শহরের সমস্ত আবর্জনা জমে কার্যত পাহাড়ের আকার নিয়েছে ওই ভাগাড়। যেখানে প্রায়ই ধস নেমে এলাকার মূল নিকাশি নালা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটে। জমা আবর্জনা থেকে মিথেন গ্যাস বেরিয়ে আগুনও লেগে যায় প্রায়ই। ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে মাটির তলায় ধসের জেরে জলের পাইপলাইন ফেটে গিয়েছিল। যার জেরে হাওড়ার পুরসভায় ২২টি ওয়ার্ডে জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।

ঘটনার পরেই অকুস্থলে গিয়েছিলেন পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী, প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না-সহ পুরসভার পদস্থ ইঞ্জিনিয়ার ও অফিসারেরা। মেরামতির কাজও শুরু হয়। কিন্তু শুক্রবার সকালে ফের ধস নেমে পুরো পাইপলাইনটিই ফেটে গিয়েছে। যার জেরে কাজও বন্ধ হয়ে গিয়েছে। ধসের জেরে আশপাশের বাড়িতেও ফাটল ধরেছে। খবর ঘটনাস্থলে যান পুরসভা, পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা। স্থানীয়েরাও আতঙ্কিত। এই পরিস্থিতিতে তাঁরা কোথায় যাবেন, বুঝে উঠতে পারছেন না। অনেকে ঘর ছেড়ে চলেও গিয়েছেন অন্যত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement