দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের কাছে কেরিয়ার পরামর্শ থাকছে এবিপি এডুকেশন আয়োজিত ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-তে, ২৮ অগস্ট। ছবি: আরিফ হোসেন
সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোন কেরিয়ার ভবিষ্যতেও থাকবে উপযোগী? তুমুল গতিতে পাল্টাতে থাকা জীবনযাপনে তা নিশ্চিত অনুমান করা ক্রমশই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তাই এ কাজের ভার বরং দেওয়া যাক বিশেষজ্ঞদেরই।
সাইন আপ করো ন্যাশনাল ভাইস-চ্যান্সেলর্স রাউন্ড টেবল: থ্রি এমার্জিং কেরিয়ার্স ওয়েবিনারে। জেনে নাও প্রয়োজনীয় সমস্ত মতামত ও পরামর্শ। এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-তে থাকছে এই আলোচনাচক্র।
কখন: ২৮ অগস্ট, বিকেল ৩টে।
কী নিয়ে: দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের কাছে কেরিয়ার পরামর্শ। কী ভাবে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে গড়ে তোলা যাবে সফল কেরিয়ার-- পড়ুয়াদের তার হদিস দিতে উপস্থিত থাকছেন বিভিন্ন বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
যা থাকছে: জেনে নাও, বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তির মধ্যে কেমন সম্পর্ক এবং এই তিনটি ক্ষেত্রে কেরিয়ার কী ভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ইন্ডাস্ট্রি ৪.০ এবং এআই, আইওটি, সফটওয়্যার, বিগ ডেটা এবং অটোমেশন কোর্সের পরে ভবিষ্যতের কেরিয়ারের হদিস। সেই সঙ্গেই জেনে নাও, প্রচলিত কোন কোর্সগুলোর চাহিদা কখনও ফুরবে না এবং যে কোনও ক্ষেত্রেই সঠিক জ্ঞান কী ভাবে সাফল্যের পথ খুলে দিতে পারে।
বক্তা যাঁরা
অধ্যাপক এস পি সিংহ- উপাচার্য, রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, গুয়াহাটি: শিক্ষাবিদ এবং দক্ষ প্রশাসক, উদ্যমী ও উদ্যোগী ব্যক্তিত্বের অধিকারী। দেশের বহু নামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দায়িত্বে ২৯ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অধ্যাপক সি রাজ কুমার- প্রতিষ্ঠাতা উপাচার্য, ও পি জিন্দাল বিশ্ববিদ্যালয়: রোডস স্কলার, মানবাধিকার এবং উন্নয়ন, তুলনামূলক সাংবিধানিক আইন, নাশকতা ও জাতীয় নিরাপত্তা, দুর্নীতি ও নজরদারি, আইন ও বিপর্যয় মোকাবিলা, আইনশিক্ষা এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রতিষ্ঠিত লিগাল স্কলার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, হংকং বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং লয়োলা কলেজের ডিগ্রি রয়েছে তাঁর শিক্ষাজীবনে।
অধ্যাপক শিবরাম খাঁড়া- উপাচার্য, সারদা বিশ্ববিদ্যালয়: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করেছেন নেক্সট জেনারেশন ওয়্যারলেস হেটেরোজেনাস নেটওয়ার্ক নিয়ে। কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং-এ শিক্ষকতা ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে তাঁর। সম্পাদক পদে রয়েছেন ইন্টারন্যাশনাল জার্নাল অব রিসার্চ অ্যান্ড রিভিউস ইন নেক্সট জেনারেশন নেটওয়ার্কস এবং ইন্টারন্যাশনাল জার্নাল অব রিসার্চ অ্যান্ড রিভিউস ইন ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, ইউকে-তে।
অনুপ কে সিংহ- ডিরেক্টর-জেনারেল, নিরমা বিশ্ববিদ্যালয়: শিক্ষকতার জন্য বহু পুরস্কারপ্রাপ্ত, পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন দেশের এবং আন্তর্জাতিক বহু সংস্থার সঙ্গে। তার মধ্যে রয়েছে ভারত ইলেক্ট্রনিক্স, ব্রিটিশ কাউন্সিল, এনএলএফ, স্যামসাং ইলেক্ট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড, নিউ হল্যান্ড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড প্রভৃতি। ভুটান সরকারের জন্য জাতীয় মানবসম্পদ উন্নয়ন নীতিও তৈরি করেছেন তিনি। তাঁর পছন্দের গবেষণাক্ষেত্র নেতৃত্ব, ছাত্র-সংযোগ, নীতি-নির্ধারণ।
রজনী গুপ্তে- উপাচার্য, সিমবায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড ইউনিভার্সিটি) এনএসডিএল-এর গভর্নিং বোর্ড, এল অ্যান্ড টি ফিন্যান্স হোল্ডিং এবং তার কিছু শাখায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে রয়েছেন। নামী শিক্ষাবিদ, অর্থনীতিতে ডক্টরেট, উচ্চশিক্ষা ক্ষেত্রে অধ্যাপনা ও গবেষণায় সক্রিয় ভাবে রয়েছেন ৩০ বছরেরও বেশি। শিক্ষকতা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের-সহ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
অধ্যাপিকা সুষমা যাদব, উপাচার্য, ভগৎ ফুল সিংহ মহিলা বিশ্ববিদ্যালয়, সোনেপত, হরিয়ানা - একাধিক পুরস্কারে ভূষিত। এর আগে কাজ করেছেন নয়া দিল্লির ইন্দিরা গাঁধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন-এ পাব্লিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স এর অধ্যাপিকা এবং ডঃ বি আর অম্বেডকর চেয়ারের কো-চেয়ার পদে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থানাধিকারী সুষমার লেখা ও সম্পাদিত ১২টির বেশি বই এবং অজস্র গবেষণাপত্র রয়েছে।
অধ্যাপক উজ্জ্বল কে চৌধুরী- সহ-উপাচার্য, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়, সিমবায়োসিস এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন অব মিডিয়া থাকছেন সঞ্চালকের ভূমিকায়।
উপস্থিতির শংসাপত্র: সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে পাওয়া যাবে এবিপি এডুকেশনের শংসাপত্র। ন্যাশনাল ভাইস-চ্যান্সেলর্স রাউন্ড টেবল: থ্রি এমার্জিং কেরিয়ার্স ওয়েবিনারে রেজিস্টার করো এখানে।
সিরিজের অন্য ওয়েবিনারগুলিতে নিখরচায় রেজিস্টার করা যাবে এখানে।