USHA Fan Factory

বকেয়া, কাজ ফেরত ১৯ বছর পরে

বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ঊষা কারখানার ১৪ জন শ্রমিক সিটু এবং এআইসিসিটিইউ-এর হয়ে রাস্তার লড়াইয়ে ছিলেন, আইনি লড়াইয়েও গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ০৯:১৩
Share:

ছবি সংগৃহীত।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ঊষা ফ্যান কারখানার ১০ জন শ্রমিককে ১৯ বছর পরে কাজে পুনর্বহালের আদেশ দিল শ্রম আদালত। তাঁদের বকেয়া যাবতীয় পাওনাও মিটিয়ে দিতে হবে ওই কারখানার পরিচালক জয় ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজকে। বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ঊষা কারখানার ১৪ জন শ্রমিক সিটু এবং এআইসিসিটিইউ-এর হয়ে রাস্তার লড়াইয়ে ছিলেন, আইনি লড়াইয়েও গিয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে চতুর্থ শ্রম আদালত রায় দিয়েছে, ইতিমধ্যে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা যত দিন জীবিত ছিলেন, তত দিনের বকেয়া পাওনা তাঁদের পরিবারকে দিতে হবে। বাকিদের কাজে পুনর্বহাল করতে হবে ৬০ দিনের মধ্যে। সিটু এবং এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক অনাদি সাহু ও বাসুদেব বসুর দাবি, সর্বত্র যখন শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, অধিকার সঙ্কুচিত হচ্ছে, সেই সময়ে ওই কারখানার শ্রমিকদের জয় আরও লড়াইয়ের রসদ জোগাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement