Crime

প্রেমিকার সঙ্গে ফেসবুক বন্ধুর মেলামেশাতেই ঝামেলা? সল্টলেকে যুবকের মৃত্যুতে ধৃত বান্ধবী

বুধবার রাতে সল্টলেকের এক অতিথিশালা থেকে পুরুলিয়ার ঝালদার বাসিন্দা রনি দত্ত নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে তাঁর বান্ধবী ও এক যুবককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১১:৩৮
Share:

বান্ধবী ও তাঁর ফেসবুক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল যুবকের পরিবার। প্রতীকী ছবি।

সল্টলেকের অতিথিশালায় যুবকের রহস্যমৃত্যুতে তাঁর বান্ধবীকে গ্রেফতার করা হল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তরুণীর এক বন্ধুকেও। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement

বুধবার রাতে সল্টলেকের এক অতিথিশালা থেকে পুরুলিয়ার ঝালদার বাসিন্দা রনি দত্ত নামে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। যুবকের গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল। ঘর থেকে বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় যুবকের বান্ধবীকে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় যুবকের বান্ধবীর বয়ান রেকর্ড করেছে পুলিশ।

তদন্তে নেমে অরিজিৎ পাত্র নামে এক যুবকের বিষয়ে জানতে পারে পুলিশ। ওই যুবক তরুণীর বন্ধু বলে দাবি করা হয়েছে। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রনির সঙ্গে তাঁর বান্ধবীর সম্পর্ক ছিল। তাঁরা লিভ ইন করতেন। এর মধ্যেই ফেসবুকে অরিজিৎ নামে ওই যুবকের সঙ্গে তরুণীর ‘বন্ধুত্ব’ হয়। বুধবার সন্ধ্যায় রনির সঙ্গে তাঁর বান্ধবীর গোলমাল হয়। তবে কী নিয়ে গোলমাল, তা এখনও স্পষ্ট নয়। অরিজিতের সঙ্গে তরুণীর ‘বন্ধুত্বে’র কারণেই কি ঝামেলা? খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, বান্ধবী ও অরিজিতের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে যুবকের পরিবার।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত গত কয়েক মাস ধরেই বান্ধবীর সঙ্গে সল্টলেকের এফই ব্লকের ওই অতিথিশালায় থাকছিলেন। বুধবার মধ্যরাতে চিৎকার শুনে অতিথিশালার কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে। বান্ধবীকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। বান্ধবীর শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় বান্ধবী ও তাঁর বন্ধুকে গ্রেফতারের পর জেরায় রহস্য উন্মোচন হতে পারে বলে ধারণা পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement