শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।
সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর বিল কোনও ভাবেই কার্যকর করা যাবে না বলে ফের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সূত্রে শাসক ও বিরোধীর তরজায় এসে গেল রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারস্পরিক পারিবারিক অনুষ্ঠানে দু’জনের উপস্থিতির প্রসঙ্গও।
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুক্রবার বলেছেন, ‘‘রাজ্যপাল অনেকগুলো বিল ছেড়েছেন। আশা করছি, বাকিগুলোও ছেড়ে দেওয়া হবে।’’ যে সব বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন, সেগুলি মূলত বিধানসভার বিগত অধিবেশনে পাশ হয়েছিল। আচার্যের পদে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার যে বিলগুলি নিয়ে বিতর্ক হয়েছিল, তা এখনও আটকে রয়েছে বলেই সরকারি সূত্রের খবর। এই প্রশ্নে বিরোধী দলনেতা শুভেন্দু এ দিন বলেছেন, ‘‘যে বিল ছেড়েছেন, তা নিয়ে তো গোলমাল ছিল না। কিন্তু আচার্য বিল বেআইনি, সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে এই বিষয়ে। সেই বিল কার্যকর করা যাবে না।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘পুজোয় যান, আর জন্মদিনেই যান, সব নজরে রাখছি আমরা! সংখ্যার জোরে বিল পাশ করানো হয়েছে। কিন্তু বিরোধী দল হিসেবে হেআইনি কাজ হতে দেব না!’’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতার কালীঘাটের বাড়িতে কালী পুজোয় অতিথি হয়ে গিয়েছিলেন রাজ্যপাল গণেশন। আবার চেন্নাইয়ে রাজ্যপালের দাদার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন শুভেন্দু।
তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় অবশ্য পাল্টা কটাক্ষ করছেন, ‘‘উর্বর মস্তিষ্কের উদ্ভট পরিকল্পনা! যাঁরা ভদ্রতা, সৌজন্য, সামাজিকতাকেও দলীয় রাজনীতির বন্ধনীতে ফেলে দেন, তাঁদের কাছে এই বিষয়গুলি দুর্বোধ্যই থাকবে। আসলে শূন্য কলসি বাজে বেশি!’’