গ্রাফিক: সনৎ সিংহ।
ইউনেস্কোর হেরিটেজ তালিকায় হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঠাঁই পাওয়ার পরেই বিজেপি-কে খোঁচা দিল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন।
বুধবার সন্ধ্যায় অভিষেক টুইটারে লেখেন, ‘অমিত শাহ এবং বিজেপি-র সেই সব শীর্ষ নেতাদের জন্য দু’মিনিটের নীরবতা যাঁরা ভোটের আগে রাজনৈতিক সফরে এসে হাস্যকর ভাবে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদ্যাপন করা হয় না। আপনার ধর্মান্ধতা এবং মিথ্যাচার আবার ধরা পড়ল। স্বরূপ উন্মোচিত হল।’
বুধবার ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান পায় কলকাতার শারদোৎসব। ১৩-১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশন। সেই অধিবেশনেই ‘কলকাতার দুর্গাপুজো’-কে এই সম্মাননা দেওয়া হয়। এর আগে কুম্ভমেলা এই তালিকায় ঠাঁই পেয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পর টুইটারে লেখেন, ‘বিশ্ব জুডে় বাঙালিদের জন্য কলকাতার দুর্গাপুজোর উৎসবের চেয়েও অনেক বেশি কিছু। এর আবেগ সকলকে সঙ্ঘবদ্ধ রাখে। আর এখন ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান পেয়েছে দুর্গাপুজো। আমাদের আনন্দের সীমা নেই।’
মুখ্যমন্ত্রী মমতার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্গাপুজোর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে খুশি প্রকাশ করেন। মোদী টুইটারে লেখেন, ‘এই স্বীকৃতি প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের ও আনন্দের। দুর্গাপুজো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সেরা দিকগুলি আলোকিত করে। সকলের উচিত দুর্গাপুজো দেখার অভিজ্ঞতা অর্জন করা।’