Lakhimpur Kheri

Lakhimpur Kheri: লখিমপুর-কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে অশান্তি লোকসভায়, মুলতুবি প্রস্তাব রাহুলের

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে আশিসের গাড়ির তলায় চাপা পড়ে বিক্ষোভকারী চার কৃষকের মৃত্যু হয়েছিল। পরবর্তী হিংসায় আরও চার জনের প্রাণ যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:৩৭
Share:

অজয় মিশ্র এবং রাহুল গাঁধী। ফাইল চিত্র।

লখিমপুর-খেরি কৃষক হত্যায় অভিযুক্ত আকাশ মিশ্রের বাবা অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন রাহুল গাঁধী।

Advertisement

বুধবার লোকসভার সচিবের কাছে জমা দেওয়া মুলতুবি প্রস্তাবের নোটিসে ওয়াইনাড়ের কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) আদালতে পেশ করা রিপোর্টে জানিয়েছে, লখিমপুর-খেরিতে খুনের ষড়যন্ত্র করেই কৃষকদের গাড়ির চাকায় পিষে দেওয়া হয়েছিল। এটি পরিকল্পিত ষড়যন্ত্র, অবহেলা নয়। সিট তাই অভিযুক্তের বিরুদ্ধে অভিয়োগ সংশোধনের সুপারিশ করেছে।’ এই পরিস্থিতিতে সভার কাজ মুলতুবি রেখে লখিমপুর-কাণ্ড এবং অজয়ের অপসারণের দাবি নিয়ে আলোচনার দাবি জানান তিনি।

লখিমপুর-কাণ্ডে ধৃত অভিযুক্ত আকাশের বাবা অজয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মঙ্গলবার ‘সিট’ রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তাঁর অপসারণের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। রাহুলের দাবি, নিহত কৃষকদের পরিবারকে ন্যায়বিচার দিতেই নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে অজয়কে সরানো প্রয়োজন।

Advertisement

রাহুলের নোটিসের জবাবে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বুধবার বলেন, ‘‘রাহুল গাঁধী এখন ভাল আচরণ করছেন। তিনি নোটিস দিচ্ছেন। আমরা দেখব, সভার নিয়ম অনুযায়ী কী হয়।’’ লখিমপুর-কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে বুধবার দুপুর ২টো পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে যায়।

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে আশিসের গাড়ির তলায় চাপা পড়ে বিক্ষোভকারী চার কৃষকের মৃত্যু হয়েছিল। পরবর্তী হিংসায় আরও চার জনের প্রাণ যায়। যদিও অজয়ের দাবি, ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন না আশিস। ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement