কলকাতার পুণ্যার্থীর মৃত্যু

বৈষ্ণোদেবী দর্শন করতে গিয়ে পথেই মৃত্যু হল দুই দর্শনার্থীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা শীলাদেবী সিংহ সপরিবার জম্মু ও কাশ্মীর গিয়েছিলেন। সোমবার সকালে দর্শনযাত্রার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। প্রথমে একটি ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হয়। পরে কাটরার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সংবাদ সংস্থা

কাটরা শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:০৯
Share:

বৈষ্ণোদেবী দর্শন করতে গিয়ে পথেই মৃত্যু হল দুই দর্শনার্থীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা শীলাদেবী সিংহ সপরিবার জম্মু ও কাশ্মীর গিয়েছিলেন। সোমবার সকালে দর্শনযাত্রার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। প্রথমে একটি ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হয়। পরে কাটরার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিনই সন্ধ্যায় বেঙ্গালুরুর বাসিন্দা অরুণ সুরেখাও দেবী দর্শনে যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকেও ডাক্তারখানায় নিয়ে গেলে মৃত হলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement