প্রতীকী ছবি।
গঙ্গাসাগরে যাতায়াত করতে শুরু করেছে হেলিকপ্টার। রাজ্য সরকারের পরিবহণ দফতর সূত্রের খবর, গত শুক্রবার থেকে সকালে বেহালা থেকে দু’টি হেলিকপ্টার গঙ্গাসাগরে গিয়ে বিকেলে ফিরছে। ১৭ জানুয়ারি মেলা শেষ হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলে পরিবহণ দফতর সূত্রের খবর।
রাজ্য সরকারের কাছে এখন একটি হেলিকপ্টার রয়েছে। গ্লোবাল ভেকট্রা নামে একটি সংস্থার থেকে ভাড়া নেওয়া দুই আসন বিশিষ্ট এই হেলিকপ্টারে আসন সংখ্যা পাঁচ। এতে করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতায়াত করেন। গঙ্গাসাগরের জন্য ওএসএস নামে দিল্লির একটি সংস্থার কাছ থেকে আরও একটি হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই হেলিকপ্টারটি কলকাতায় এসে পৌঁছেছিল। দুই ইঞ্জিনের সেই হেলিকপ্টারে ছ’টি আসন রয়েছে। ১৭ তারিখ পর্যন্ত এই দু’টি হেলিকপ্টারই সারাদিন গঙ্গাসাগরে থাকবে। সেখানে কোনও দুর্ঘটনা হলে, আহত কাউকে কলকাতায় আনার প্রয়োজনে এই হেলিকপ্টার ব্যবহার করা হবে। মেলা চলাকালীন নজরদারির জন্যও এর ব্যবহার করা হতে পারে। কলকাতা থেকে মন্ত্রী বা উচ্চপদস্থ আমলা সরকারি কাজে গঙ্গাসাগরে যেতে চাইলে এই হেলিকপ্টারে যেতে পারবেন।