Varun Dhawan

কেউ জড়িয়ে ধরেছেন, কেউ নিতম্বে চিমটি কেটেছেন! ভয়াবহ অভিজ্ঞতা বরুণ ধওয়ানের

এমনও হয়েছে, মহিলা অনুরাগীরা জোর করে চুম্বন করেছেন বা জড়িয়ে ধরেছেন তাঁকে। এক বার উত্তেজনার বশে এক অনুরাগী বরুণের নিতম্বে চিমটি কেটেছেন বলেও দাবি অভিনেতার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩
Share:

খ্যাতির বিড়ম্বনায় বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।

খ্যাতির সঙ্গে আসে বিড়ম্বনাও। জনসমক্ষে এলেই তারকাদের কাছে ছুটে আসেন অনুরাগীরা। মাঝে মধ্যে অনুরাগীদের উন্মাদনায় বিপাকেও পড়েন তাঁরা। কিন্তু বিনোদন জগতের খ্যাতনামী মুখ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলিও সামলে নিতে হয় তারকাদের। শুধু মহিলা নন, সমস্যায় পড়েন পুরুষেরাও। এমনই কিছু ঘটনা ভাগ করে নিলেন বরুণ ধওয়ান।

Advertisement

মহিলা অনুরাগীদের উন্মাদনায় কয়েক বার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখিও নাকি হয়েছেন বরুণ। এমন ঘটনাও ঘটেছে, চোখের সামনে তাঁকে দেখে আনন্দের আতিশয্যে তাঁর উপর ঝাপিয়ে পড়েছেন অনুরাগী। এমনও হয়েছে, মহিলা অনুরাগীরা জোর করে চুম্বন করেছেন বা জড়িয়ে ধরেছেন। এক বার উত্তেজনার বশে এক অনুরাগী বরুণের নিতম্বে চিমটি কেটেছেন বলেও দাবি অভিনেতার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ বলেন, “দ্বারকাতে গিয়ে এই ঘটনাটার সম্মুখীন হয়েছিলাম। মোটেই ভাল লাগেনি এই সব। অনেক কিছু ঘটেছিল। এক জন আমার নিতম্বে চিমটিও কেটেছিলেন। আমার খুবই অস্বস্তি হয়েছিল।” এক বার জনসমক্ষে এক বয়স্ক অনুরাগীর কাছে বকুনিও খেয়েছিলেন বরুণ। ‘অক্টোবর’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। প্রায় ১০০০ জন মানুষের সামনে চলছিল ছবির শুটিং। তখনই হাজির এই বয়স্কা অনুরাগী।

Advertisement

বরুণ বলেন, “আমাকে অনুসরণ করতে করতে চলে এসেছিলেন তিনি। ফোন নম্বর চাইছিলেন। আমি রাজি না হওয়ায় বলেছিলেন, রতন টাটা সব সময় ফোন নম্বর দিয়ে দেন। আমি অবাক হয়ে ভাবছিলান, ইনি রতন টাটার কথা কেন বলছেন। মহিলার মতে ছবির অভিনেতারা খুব দাম্ভিক হন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি ফোন নম্বর দিই। কিন্তু একটি ভুয়ো নম্বর দিয়েছিলাম ওঁকে।”

২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বরুণের ছবি ‘বেবি জন’। বরুণের সঙ্গে এই ছবিতে রয়েছে কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি। ছবিতে সলমন খানকেও দেখা যাবে অতিথি অভিনেতা হিসাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement