Suvendu Adhikari

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনতে পারে তৃণমূল

বৃহস্পতিবার বাদল অধিবেশনের শেষ দিন। ওই দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনতে পারে শাসক দল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৭:২৩
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

চলতি বাদল অধিবেশনেই ফের স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বাদল অধিবেশনের শেষ দিন। ওই দিন বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হতে পারে। সূত্রের খবর, ওই প্রস্তাবটি আনতে পারেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার বিরুদ্ধে আইন ভেঙে চাকরি দেওয়ার অভিযোগ এনেছিলেন। নন্দীগ্রামের বিধায়ক পাল্টা অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মৎস্যমন্ত্রীর পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হচ্ছে। প্রসঙ্গত, বাজেট অধিবেশনের শেষ দিন তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনায় সাসপেন্ড হন শুভেন্দু-সহ সাত বিধায়ক। বিষয়টি আদালতের চৌহদ্দিতে পৌঁছলে, স্পিকার ও বিরোধী দলকে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে দিতে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তারপরেই আবেদনের ভিত্তিতে সাসপেনশন প্রত্যাহার করা হলে বিধানসভায় ফেরেন বিরোধী দলনেতা।

Advertisement

কিন্তু, গত শুক্রবার বিধানসভার অধিবেশনের শুরুতেই নৈহাটির বিধায়ক তাঁর বিরুদ্ধে আবার স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য ওই স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাব গ্রহণ করে স্বাধিকাররক্ষা কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল পরিষদীয় সূত্রের খবর, ১৫ জুন বিধানসভার বাইরে ধর্না দেওয়ার সময় বিরোধী দলনেতা স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তাই তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। গত এক বছরে বিরোধী দলনেতার বিরুদ্ধে চারটি স্বাধিকারভঙ্গের প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায়। বৃহস্পতিবার স্বাধিকারভঙ্গের প্রস্তাব গৃহীত হলে, তা হবে পঞ্চম।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement