নিজাম প্যালেসে শ্রমিক সংগঠনের প্রতিবাদ।—নিজস্ব চিত্র।
কেন্দ্রীয় সরকারের কৃষি ও শ্রম সংক্রান্ত আইন সংশোধনের প্রতিবাদে যৌথ ভাবে পথে নামল শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ, সংসদে গণতান্ত্রিক রীতি-নীতি বিসর্জন দিয়ে একের পর এক বিল পাশ করিয়ে কৃষিজীবী ও শ্রমজীবা মানুষকে বিপন্ন করে তোলা হয়েছে। বিদ্যুৎ (সংশোধনী) আইনেরও বিরোধিতা করছে তারা। সারা দেশ জুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী সংগঠনগুলির প্রতিবাদের অঙ্গ হিসেবে বুধবার নিজাম প্যালেসে বিক্ষোভ জমায়েত করেন শ্রমিক নেতৃত্ব। প্রতিবাদ ছিল জেলায় জেলায়। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘কেন্দ্রের এই সিদ্ধান্তগুলি সব অংশের মানুষের স্বার্থবিরোধী। সব অংশের মানুষকে সঙ্গে নিয়েই এই সরকারের নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।’’