News of the Day

শুভেন্দু-বৃন্দা একই পথে, বালুর জামিনের শুনানি, জ্যাকি-রকুলপ্রীত বিয়ে, আর কী কী রয়েছে দিনভর

সুপ্রিম কোর্টে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আবেদনকারীদের হাই কোর্টে যেতে বলেছে সর্বোচ্চ আদালত। অন্য দিকে, ১৪৪ ধারা নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আজও সমস্ত নজর আবদ্ধ সেই সন্দেশখালিতেই। কলকাতা হাই কোর্টে অনুমতি পাওয়ার পর সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিনিধি দল নিয়ে যাওয়ার কথা সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটেরও। তবে, সুপ্রিম কোর্টে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আবেদনকারীদের হাই কোর্টে যেতে বলেছে সর্বোচ্চ আদালত। অন্য দিকে, ১৪৪ ধারা নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সব মিলিয়ে, আজও সন্দেশখালিময়ই হতে চলেছে বঙ্গ রাজনীতি।

Advertisement

সন্দেশখালি পরিস্থিতি

সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাই কোর্ট। এই মামলায় মূলত দু’টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। প্রথমত, আদিবাসীদের জমি দখলের অভিযোগ। দ্বিতীয়ত, সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ। এ নিয়ে আজ হাই কোর্টে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত এই মামলায় রাজ্য পুলিশের আইজি, বারাসত রেঞ্জের ডিআইজি, জেলার পুলিশ সুপার ও জেলাশাসককে নোটিস জারি করেছিল আদালত।

Advertisement

চোপড়ায় রাজ্যপাল

কয়েক দিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের কাটা নর্দমায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়েছিল। তার পর বিএসএফের শাস্তির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূলের প্রতিনিধিদল রাজভবনে গিয়ে দাবি জানিয়ে এসেছিল, রাজ্যপালকে চোপড়ায় যেতে হবে। সেই দিনই সিভি আনন্দ বোস কথা দিয়েছিলেন তিনি যাবেন। আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল।

জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদী

আজ জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রশাসিত অঞ্চলে তিনটি এমসের পাশাপাশি মোট ৩০ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। একটি এমস রয়েছে জম্মুতে। জম্মু বিমানবন্দরের নতুন টার্মিনালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

জ্যোতিপ্রিয়ের জামিন-আবেদনের শুনানি

জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি আজ। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই রেশন দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা নগর দায়রা আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতে প্রথম বার জামিন চেয়ে আবেদন করেন বালু। মূলত অসুস্থতা ও রেশন দুর্নীতি মামলায় যোগ অস্বীকার করে জামিনের আর্জি জানিয়েছেন তিনি। আজ তারই শুনানি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

জ্যাকি-রকুলপ্রীতের বিয়ে

অভিনেত্রী রকুলপ্রীত সিংহ এবং প্রযোজক জ্যাকি ভাগনানির চার হাত এক হতে চলেছে। আগামী ২১ ফেব্রুয়ারি সাত পাক ঘুরবেন দু’জনে। বিয়ের আসর বসবে গোয়ায়। শনিবার রাতেই সপরিবার গোয়ায় উড়ে গিয়েছেন হবু বর-কনে। সঙ্গীত, মেহন্দি, গায়ে হলুদ— বিয়ের সমস্ত উদ্‌যাপনই হবে গোয়ায়। রকুল এবং জ্যাকির বিয়েতে থাকছে এলাহি আয়োজন। তবে একটু অন্য পথে হেঁটে। বিয়ের আয়োজনে কোনও কমতি থাকছে না। কিন্তু সব কিছুই হবে পরিবেশবান্ধব পদ্ধতিতে। বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠানের উদ্‌যাপন কেমন হচ্ছে, আজ নজর থাকবে সে দিকে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা

আজ উচ্চ মাধ্যমিকের চতুর্থ দিন। অর্থনীতির পরীক্ষা রয়েছে আজ। সোমবারের পরীক্ষাতেও মোবাইল নিয়ে ঢোকার অপরাধে পশ্চিম মেদিনীপুরে এক ছাত্রীর পরীক্ষা বাতিল হয়েছিল। উচ্চ মাধ্যমিক সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

আবহাওয়া কেমন?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। বুধবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement