—ফাইল চিত্র।
দলবদলের জেরে বিপাকে পড়তে চলেছেন সুনীল মণ্ডল। দলত্যাগ বিরোধী আইনে এ বার তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানাল তৃণমূল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সেই মর্মে চিঠি জমা দিয়েছে তারা। তাতে স্বাক্ষর করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
ডিসেম্বরের মাঝামাঝি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি-তে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন সুনীল। এমনকি রবিবারও কাঁকসায় তৃণমূলের উদ্দেশে তোপ দাগেন তিনি। খুব শীঘ্র জোড়াফুল শিবিরে বড় ধরনের ভাঙন ধরবে বলে মন্তব্য করেন। দাবি করেন, আগামী দিনে তৃণমূলের ১৬ জন সাংসদ বিজেপি-তে যোগ দেবেন। আসনন বিধানসভা নির্বাচনে তৃণমূল ৩ নম্বরে নেমে যাবে বলেও দাবি করেন তিনি।
তার পরেই সোমবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে উদ্যত হন তৃণমূল নেতৃত্ব। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের দলত্যাগ যদিও এই প্রথম নয়। সিপিএম ছেড়ে ২০১১ সালে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন তিনি। ২০১৪ সালে যোগ তৃণমূলে। সে বছর লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্বে জিতে প্রথম বার সাংসদ হন।
আরও পড়ুন: বৈশাখীর গোসা ভাঙল না, এলেন না শোভনও, অস্বস্তিতে বিজেপি
আরও পড়ুন: দেশ-বিদেশের ডাক্তারদের সঙ্গে ভিডিয়ো বৈঠক, আপাতত আর স্টেন্ট নয়, দু’তিন দিনে ছুটি সৌরভের
তবে গত কয়েক বছরে নানা ভাঙাগড়ার মধ্যেও দলেই ছিলেন সুনীল। কিন্তু ’২১-এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ বেসুরো হতে শুরু করেন তিনি। তার পর অমিত শাহের উপস্থিতিতে মেদিনীপুরে বিজেপি-তে যোগদান করেন তিনি।